আজকাল ওয়েবডেস্ক: সময়টা খারাপ যাচ্ছে রোহিত শর্মার। ব্যাটে রান নেই। তাঁর নেতৃত্বে টেস্ট হারছে ভারত। অ্যাডিলেডে ১০ উইকেটে হারের পর সমালোচনায় জর্জরিত। তাঁর অধিনায়কত্ব‌ নিয়ে প্রশ্ন উঠছে। এবার ভারত অধিনায়কের পাশে দাঁড়ালেন কপিল দেব। একটি অনুষ্ঠানে এসে রোহিতের বর্তমান পারফরম্যান্স এবং নেতৃত্ব নিয়ে মুখ খুললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। আরও ধৈর্য ধরার পরামর্শ দেন। জানান, দলকে নেতৃত্ব দেওয়া চ্যালেঞ্জিং। মাত্র দুটো টেস্টে ব্যর্থতার নিরিখে একজন অধিনায়ককে যাচাই করা উচিত নয়। কপিল বলেন, 'আমার মনে হয়, ওর নিজেকে প্রমাণ করার কিছু নেই। বছরের পর বছর ধরে রোহিত সেটা করে আসছে। তাই ওকে নিয়ে কোনও সন্দেহ থাকার কথা নয়। তাই আমি ওকে নিয়ে প্রশ্ন করব না। আশা করব ওর ফর্ম ফিরবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা বা দুটো পারফরম্যান্সের ভিত্তিতে একজনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। এতবছর ধরে ও ভাল খেলেছে।' 

টি-২০ বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ তোলেন বিশ্বজয়ী অধিনায়ক। কপিল বলেন, 'ছয় মাস আগে ও টি-২০ বিশ্বকাপ জেতার পর আপনারা নিশ্চয়ই আমাকে এই প্রশ্ন করতেন না। সুতরাং ছেড়ে দিন। ও যদি একটানা ভাল না খেলতে পারে, তাহলে ও থাকবে না। তবে আমি ওর প্রতিভা এবং ক্ষমতা সম্বন্ধে অবগত। ও নিশ্চয়ই বাউন্স ব্যাক করবে।' অ্যাডিলেডে ১০ উইকেটে জয়ে সিরিজে সমতা ফেরায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য প্রথম টেস্টে খেলেননি রোহিত। অ্যাডিলেডে চূড়ান্ত ব্যর্থ। দুই ইনিংসে ৩ এবং ৬ রান করেন। ছয় নম্বরে ব্যাট করতে নামেন। যা নিয়ে সমালোচনা করেন রবি শাস্ত্রী এবং আকাশ চোপড়া। টানা ব্যর্থতায় রোহিতের ওপর থেকে বিশ্বাস হারাচ্ছে অনেকেই। কিন্তু ভারত অধিনায়ক পাশে পাচ্ছেন কপিল দেবকে। ধৈর্য ধরার পরামর্শ দেন। ১৪ ডিসেম্বর থেকে গাব্বায় শুরু হবে তৃতীয় টেস্ট। রোহিতের জন্য অগ্নিপরীক্ষা।