আজকাল ওয়েবডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্র। এর আগে ছিলেন অর্থমন্ত্রকের রাজ্যসচিবের দায়িত্বে। সোমবার নতুন গভর্নরের নাম ঘোষণা করল কেন্দ্র সরকার। ২৬ তম গভর্নর হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সঞ্জয় মালহোত্র। 

 

 

এর আগে গভর্নরের দায়িত্বে ছিলেন শক্তিকান্ত দাস। তাঁর মেয়াদ শেষ হচ্ছে আগামী মঙ্গলবার ১০ ডিসেম্বর। তারপরই দায়িত্ব বুঝে নেবেন সঞ্জয় মালহোত্র। কেন্দ্রীয় সরকারের তরফে এক বিবৃতি দিয়ে সোমবার নতুন গভর্নরের নাম ঘোষণা করা হয়। সঞ্জয় মালহোত্র ছিলেন ১৯৯০ সালের ইউপিএসসি ব্যাচের রাজস্থান ক্যাডারের অফিসার। তিনি আইআইটি কানপুর থেকে কম্পিউটার সায়েন্সে প্রথমে স্নাতক হন। এরপর প্রিসটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি নিয়ে স্নাতকোত্তর শেষ করেন। অর্থ দপ্তর সহ আইটি এবং খনি বিভাগের দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন সঞ্জয় মালহোত্র।  এবার বুধবার ১১ ডিসেম্বর থেকে আগামী তিন বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের দায়িত্ব সামলাবেন তিনি। 

 

 

সদ্য প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস ২০১৮ সালে প্রথম আরবিআইয়ের গভর্নর পদে নিযুক্ত করা হয়। তিন বছরের জন্য তাঁকে ওই পদে নিযুক্ত করা হয়েছিল। সেই মেয়াদ শেষ হয় ২০২১ সালে। তারপর গভর্নরের মেয়াদ বাড়ানো হয়েছিল আরও তিন বছর। সেই মেয়াদই শেষ হচ্ছে আগামী কাল, মঙ্গলবার। শক্তিকান্ত দাসের আগে এই গভর্নরের দায়িত্ব সামলেছেন উর্জিত প্যাটেল।