আজকাল ওয়েবডেস্ক: শাস্তির কবলে পড়তে চলেছেন মহম্মদ সিরাজ এবং ট্রাভিস হেড। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন সাময়িক ঝামেলায় জড়িয়ে পড়েন দুই তারকা। শতরানের পর হেডকে আউট করে আগ্রাসী আচরণ করেন ভারতীয় পেসার। অস্ট্রেলিয়ান তারকাকে রক্তচক্ষু দেখান। চুপ থাকেননি হেডও। পাল্টা জবাব দেন। সিরাজ এবং হেডের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। গোটা বিশ্ব সেটার সাক্ষী থেকেছে। প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই দুই তারকার শাস্তির দাবি জানায়। এই ঘটনা নিয়ে দু'জন ভিন্ন মন্তব্য করে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, সিরাজ এবং হেডকে শাস্তি দেবে আইসিসি। তবে নির্বাসনের কোনও সম্ভাবনা নেই। বড় অঙ্ক জরিমানা করা হতে পারে।
একটি রিপোর্ট অনুযায়ী, আইসিসির অ্যাপেক্স বডি দু'জনকেই দোষী মনে করছে। সোমবার শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকা হয়েছে। তারপর শাস্তি ঘোষণা করা হবে। এই ঘটনা প্রসঙ্গে হেড বলেন, 'একটু বেশিই হয়ে গিয়েছিল। সেই কারণেই আমি নিজের পাল্টা প্রক্রিয়ায় হতাশ। তবে আমি নিজের পক্ষেও কথা বলতে চাই। আমার দল এরকম কিছু করবে না। আমি এইভাবে ক্রিকেট খেলতে চাই না। আশা করি আমার দলের বাকি সতীর্থরাও তাই। আমি এমন কিছু দেখলে, সরব হই। যা সেদিনও হয়েছিলাম।' এদিকে সিরাজের দাবি, অস্ট্রেলিয়ান তারকা তাঁকে গালিগালাজ করেন। সাংবাদিক সম্মেলনে সঠিক তথ্য দেয়নি হেড।
এই প্রসঙ্গে সিরাজ বলেন, 'ভাল বলে ছয় মারলে যেকোনও বোলার তেতে যায়। ওকে আউট করে আমি শুধুই উদযাপন করি। ও আমাকে গালিগালাজ করে। সেটা টিভিতে দেখা গিয়েছে। শুরুতে আমি শুধুই সেলিব্রেট করি। আমি ওকে কিছুই বলিনি। সাংবাদিক সম্মেলনে যা বলেছে, ঠিক নয়। ও মিথ্যে বলেছে। ওর দাবি, ও আমাকে বলেছে, ভাল বল করছো। কিন্তু শুধু এটা বলেনি। আমরা সবাইকে সম্মান করি। অন্য দলের প্লেয়ারদেরও অসম্মান করি না। ক্রিকেট জেন্টলম্যানদের খেলা। তাই সবাইকে সম্মান করি। তবে ও যা করেছে, ঠিক নয়।আমার একটুও ভাল লাগেনি।' বচসার জেরে এবার শাস্তির কবলে পড়তে পারেন দু'জনেই।
