আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কাকে ১০৯ রানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বরে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের পর দক্ষিণ আফ্রিকার চোখ পাকিস্তানের দিকে। আর একটা টেস্ট জিতলেই ফাইনালে চলে যাবে দক্ষিণ আফ্রিকা। পরিস্থিতি এমনই। দলের অধিনায়ক টেম্বা বাভুমা চোট সারিয়ে দলে এসেই দুর্দান্ত পারফর্ম করেছেন। তাঁর কথায়, ‘দল হিসেবে ভাল খেলেছি। এই মুহূর্তে এক নম্বরে আছি। ভবিষ্যতে কী হবে জানি না। তাই আনন্দ করে নিতে চাই। কয়েক সপ্তাহের মধ্যে পাকিস্তান সিরিজ শুরু হবে। আপাতত সেদিকেই নজর রাখছি।’
২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ানে শুরু হবে টেস্ট। যা অবস্থা তাতে আর একটা টেস্ট জিতলেই দক্ষিণ আফ্রিকা চলে যাবে ফাইনালে। আর সিরিজ হারলে দক্ষিণ আফ্রিকাকে অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা–অস্ট্রেলিয়া সিরিজর উপরে।
এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ৩২৭ রান করেছেন বাভুমা। তার মধ্যে ডারবানে শতরানও রয়েছে। বাভুমার কথায়, ‘দলে ফিরে এসেছি এটাই আসল। রিজার্ভ বেঞ্চে সতীর্থদের লড়াই দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এখন রান পেয়ে তৃপ্ত লাগছে।’
দলের এই পারফরম্যান্সের জন্য ব্যাটিং কোচ প্রিন্সকে ধন্যবাদ দিচ্ছেন বাভুমা। বলেছেন, ‘ব্যাটারদের ভুল শোধরাতে ভূমিকা নিয়েছে প্রিন্স। এছাড়া মার্কো জানসেন ও ডেন পিটারসেন নিজেদের তুলে ধরেছে।’
