আজকাল ওয়েবডেস্ক: গোবলয়ের মসনদে ইতিমধ্যে যোগী আদিত্যনাথ। তবে গুঞ্জন, গোবলয়ের পর এবার মরুরাজ্যের মসনদেও বসতে পারেন ফের যোগী। রাজস্থানে গেরুয়া শিবিরের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে জল্পনা। রাজস্থানে গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে উঠে আসছে দুই নাম। এক, দিয়া কুমারী, দুই আরেক যোগী। আধ্যাত্মিক নেতা এবং আলওয়ারের সাংসদ বাবা বালকনাথ, যিনি রাজস্থানে যোগী নামেই বেশি পরিচিত। যদিও মুখ্যমন্ত্রীর পদে তাঁর নাম প্রসঙ্গে তিনি সাফ জানিয়েছেন, বিজেপি মুখ হলেন মোদি। তাঁর নেতৃত্বেই সকলে কাজ চালিয়ে যাবেন। তিনি সমাজের সেবা করতে চান বলেও জানিয়েছেন। রাজস্থানের যোগীর হয়ে নির্বাচনী প্রচারে এসেছিলেন খোদ যোগী আদিত্যনাথ। অন্যদিকে যোগীর পাশাপাশি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে যিনি এগিয়ে মরুরাজ্যে, তিনি হলেন দিয়া কুমারী। তিনি রাজপরিবারের সদস্য। জয়পুরের শেষ শাসক মহারাজা দ্বিতীয় মান সিং এর নাতনি তিনি। রাজপরিবারের মেয়ে হয়েও সকলের সঙ্গে তিনি যেভাবে মিশে গিয়েছে, ওয়াকিবহাল মহলের মতে, দিয়ার ভোটে জেতার পক্ষে বড় ভূমিকা নিয়েছে তা।