আজকাল ওয়েবডেস্ক: দু'বছর পর কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কে ভোট। মোতায়েন থাকবে আধা সামরিক বাহিনী। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যে কোনও সমবায় ব্যাঙ্কের ভোটে এই প্রথম নজিরবিহীনভাবে আধা সামরিক বাহিনী ব্যবহার করা হচ্ছে। 

মামলাকারি ব্যাঙ্কের সদস্য রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাঙ্কের ভোট এবং ভোটের দিনক্ষণ ঘোষণার পর ফের সুপ্রিম কোর্টে অতি উত্তেজনাপ্রবণ ভোটগ্রহণ কেন্দ্রগুলির জন্য আধা সামরিক বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিলেন। সেই মামলায় সুপ্রিম কোর্ট কাঁথির ১, ২, ৩, ৪ এবং এগরা ভোটকেন্দ্রে আধা সামরিক বাহিনী ব্যবহারের নির্দেশ দিয়েছে। 

শুধু তাই নয় সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে সিসিটিভি লাগানো এবং সেই ফুটেজ আদালতে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোট। এই বৃহৎ পরিসরের সমবায় ব্যাঙ্কের বারবার তিনটি টার্মে চেয়ারম্যান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২১ সালে শুভেন্দু অধিকারীকে অপসারণের পর এই ব্যাঙ্কের পরিচালন কমিটির নির্বাচন নানা অছিলায় প্রায় আড়াই বছর ধরে বন্ধ ছিল। সেই নির্বাচন সুপ্রিম কোর্টের নির্দেশে হতে চলেছে।