সোমবার ১৭ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ০৯ ডিসেম্বর ২০২৪ ১৩ : ১২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদ কাম্বলিকে মঞ্চে দেখে শিহরিত দেশের ক্রিকেটমহল।
একসময় শচীন তেণ্ডুলকরের থেকেও প্রতিভাবান ধরা হত কাম্বলিকে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিষেক হওয়ার পর থেকেই কাম্বলি ধীরে ধীরে সরে যান ভারতীয় ক্রিকেট থেকে।
মাদকাসক্ত হয়ে পড়েন। স্ত্রীকে মারধর করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। রিহ্যাবে যেতে হয় তাঁকে। সম্প্রতি আচরেকরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সময়ে তাঁর কথা আটকে যাচ্ছিল। একসময়ের প্রিয় বন্ধু শচীনের হাত চেপে ধরেন তিনি। মাস্টার ব্লাস্টার হাত ছাড়িয়ে চলে গেলে ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন মাস্টার ব্লাস্টারের গতিপথের দিকে।
কাম্বলিকে দেখে সহানুভূতিশীল অনেকে। ওয়াঘার ওপারও আশঙ্কিত তাঁর পরিস্থিতি দেখে। কাম্বলির মতো অবস্থা যেন আর কারও না হয়, সেই প্রার্থনাই সবার। ভারতীয় ক্রিকেট এই মুহূর্তে চিন্তিত পৃথ্বী শ-কে নিয়ে। তিনিও একসময়ে ছিলেন বিস্ময়বালক। কিন্তু ধীরে ধীরে তিনিও বিপথগামী হন। দিল্লি ক্যাপিটালস তাঁকে ছেড়ে দেয়। এবারের আইপিএল নিলামে তাঁর বেস প্রাইস ছিল ৭৫ লক্ষ টাকা। তবুও তিনি অবিক্রিতই থেকে যান। তাঁর ছেলেবেলার কোচ বলেন, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা না থাকার জন্যই দারুণ প্রতিভাবান হওয়া সত্ত্বেও পৃথ্বী ধীরে ধীরে হারিয়ে যাচ্ছেন।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি ভারতের তরুণ তারকা অবস্থা দেখে ভিতরে ভিতরে আতঙ্কিত। পাক মুলুক থেকে পৃথ্বীর জন্য তাঁর পরামর্শ, নিজের খেলার উন্নতি ঘটাও। ক্রিকেটে ডুবিয়ে দাও নিজেকে।
বাসিত তাঁর ইউটিউবে বলেন, ''পৃথ্বী শ সাব, নিজেকে শুধরাও। তোমার বয়স ২৩-২৪ হবে। আমার ছেলের সমান বয়স তোমার। দ্বিতীয় বিনোদ কাম্বলি হতে যেও না। তুমি ক্রিকেটার, তোমার অবস্থা দেখে আমি যন্ত্রণাকাতর। তুমি আমাদের পরিবারেরই অংশ। ওহে পুত্র, নিজেকে ক্রিকেটে ডুবিয়ে দাও। নিজের উন্নতি করো। আইপিএল নিলামে তোমাকে নেওয়া হয়নি, তাতে ক্ষতি কিছু হয়নি। নিজের উপরে আস্থা রাখ। পারফর্ম করো। কঠিন পরিশ্রম কখনও বিফলে যায় না।''
খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে পৃথ্বী শ-কে। ওজন বেড়ে যাওয়ার জন্য মুম্বইয়ের রঞ্জি দল থেকে বাদ পড়তে হয় পৃথ্বীকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রত্যাবর্তন ঘটে। বছরের গোড়ার দিকে আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পৃথ্বী শ। ৮টি ম্যাচে ১৯৮ রান করেন তিনি। দেশ বিদেশ থেকে পৃথ্বীর জন্য শুভেচ্ছা ও পরামর্শ ভেসে আসছে। এর মধ্যেই বাসিত আলি তাঁকে জানালেন, নিজেকে বদলে ফেলো। দ্বিতীয় বিনোদ কাম্বলি হতে যেও না।
নানান খবর

নানান খবর

টেস্টে তিনশো করে হারিয়েই গেলেন, ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়ে প্রত্যাবর্তন আইপিএলে, এই তারকার 'করুণ'কাহিনি প্রেরণা জোগায়

কভার ড্রাইভ থেকে স্ট্রেট ড্রাইভ, আরসিবির নেটে চেনা ছন্দে বিরাট, দেখুন ভিডিও

'একজন ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠে, আরেকজন ঘুমোতেই যায় সকাল ছ'টায়', কেকেআরের নতুন 'সমস্যা'র কথা জানালেন ভাজ্জি

বেঙ্গালুরুতে 'প্রবাসে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের' অনন্য নজির

বাবা চালাতেন অটো, ভাইয়ের আত্মহত্যায় ভেঙে পড়েছিলেন, এবার আইপিএলে প্রত্যাবর্তনের দারুণ সুযোগ এই নাইটের

রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন কে? আইপিএলের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হাঁড়ির খবর ফাঁস

হোলি খেলা অপরাধ! মহম্মদ সামির মেয়েকে আক্রমণ রিজভীর

ছয় ছক্কা মেরে নতুন রেকর্ড থিসারার, রইল দ্বীপরাষ্ট্রের তারকার ব্যাটিং তাণ্ডব

গম্ভীর না থেকেও রয়েছেন নাইটদের সাজঘরে, প্রাক্তন নাইট মেন্টরের থেকে পারমর্শ চাইলেন নব্য মেন্টর ব্রাভো

মরিয়া চেষ্টা করেও পারেননি দিল্লিকে জেতাতে, হার সহ্য করতে না পেরে তারকা অলরাউন্ডার ভেঙে পড়লেন কান্নায়

পারল না সৌরভের দিল্লি, মহিলাদের আইপিএল জিতে নজির গড়ল হরমনপ্রীতের মুম্বই

ইডেনে প্র্যাকটিস ম্যাচে ঝড় তুললেন অবাছাই ক্রিকেটার, রান পেলেন কুইন্টন-রিঙ্কুও

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের তুরুপের তাস তিনি, টেস্ট কি খেলবেন? বরুণ যা বললেন...

'আরও একটা অস্ট্রেলিয়া সফর...', টেস্ট অবসর নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন কোহলি স্বয়ং

'তু হ্যায় তো ...',চতুর্থ বিবাহ বার্ষিকীতে আবেগঘন পোস্ট সঞ্জনা-বুমরার, সোশ্যাল মিডিয়ায় লাইকের ঝড়