বুধবার ২২ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Popular bengali director Gautam Ghose and Italian actor Marco Leonardi talks about their new movie Parikrama at Kolkata International Film Festival 2024

বিনোদন | ‘নর্মদা বাঁচাও আন্দোলন’-এর সঙ্গে এক বিন্দুতে মা হারা-কিশোরের যন্ত্রণাকে মেলায় গৌতমের ‘পরিক্রমা’

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৮ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৩৬Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: এক নদীর অপমৃত্যু, ভিটেমাটি থেকে উচ্ছেদ এবং এক মা-হারা কিশোর। সঙ্গে এক ইতালীয় লেখক-পরিচালক। সবকিছুকে এক সুতোয় বেঁধেই গৌতম ঘোষের নতুন ছবি ‘পরিক্রমা’।  প্রাচ্য-পাশ্চাত্যের মেলবন্ধনে তৈরি এই ছবির গল্পের নির্যাস পরিচালক পান তাঁর ইতালীয় বন্ধু সেরজোর লেখায়। রবিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজন করা হয়েছিল পরিক্রমা নিয়ে এক আলোচনা সভা। সেখানেই  গৌতম ঘোষের কথায় জানা গেল, বহু বছর আগে যখন এই ছবির গল্প তিনি পড়েন তখন থেকেই এই বিষয়ে ছবি তৈরির পরিকল্পনা তাঁর মাথায় ছিল। এবারে গিয়ে তাঁদের সেই পরিক্রমা সম্পূর্ণ হল। 

 

এ ছবি জুড়ে রয়েছে ‘নর্মদা বাঁচাও আন্দোলন’। সেই ঘটনার সঙ্গে জুড়ে যায় মা-হারা কিশোর লালার কথা। 'পরিক্রমা'তে রয়েছেন বিখ্যাত 'পারাদিসো', 'মারাদোনা' ছবিখ্যাত জনপ্রিয় ইতালীয় অভিনেতা মার্কো লিওনার্দি, চিত্রাঙ্গদা সিংহ এবং ‘লালা’ আরিয়ান বাদকুল। অবশ্য গৌতমের দাবি, “এটা রাজনৈতিক কোনও ছবি নয়। গণতান্ত্রিক দেশে একজন সাধারণ নাগরিক হিসাবে আমার নিশ্চয়ই কোনও বিষয়ে প্রশ্ন তোলার অধিকার রয়েছে। এই ছবির মাধ্যমে তাই বেশ কিছু প্রশ্ন আমি তুলেছি।”  

 

 

পরিচালকের কথায়, “পরিক্রমার মধ্যে নিবিড়ভাবে রয়েছে ইতালি-ভারত। নর্মদা নদী ঘিরে সমস্যার পাশাপাশি রয়েছে মা-হারা কিশোরের করুণ আবহ। রয়েছে ইতালীয় অভিনেতার সঙ্গে বলি-অভিনেত্রী এবং ইন্দোরের এক লাজুক কিশোর। আর এই অর্কেস্ট্রার আমি কন্ডাক্টর। শুধু টিউনটা ঠিক রাখার চেষ্টা করে গিয়েছি অনবরত। এই ছবি আদতে এক যাত্রার গল্প বলে।” 

 


এই আলোচনা সভা ছিল আদতে ছবির গল্প বলার পাশাপাশি শুটিংয়ের নানা স্মৃতির সরণিতে ঢুঁ মারা। এবং কত সব রঙিন স্মৃতি। থেকেই জানা যায় ২০২০ সালে বিশ্বজুড়ে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ার আগে ছবির ইতালির অংশের শুটিং সারা হয়ে গিয়েছিল। এরপর এই দীর্ঘ বিরতির কারণে 'লালা' চরিত্রের জন্য অডিশন নেওয়া কিশোর ছেলেরা ততদিনে প্রায় যুবক। এবং প্রযোজকও বদল। যাই হোক, তারপরেই আরিয়ান বাদকুলের খোঁজ পাওয়া। ‘লালা’র মুখেই শোনা গেল শুটিংয়ের এক মজাদার কিসসা। তখন শুটিং চলছে। ‘লে লো, লে লো!’ হাঁক পেড়ে টুকিটাকি জিনিস ফেরি করছে সে। এমন সময় দু’জন ব্যক্তি এসে তার থেকে কিছু মাল কিনে ৫০০ টাকার নোট হাত ধরিয়ে দেয়। এতটাই ‘সত্যি’ ছিল এই কিশোরের অভিনয়। অবশ্য ‘কত’ শুনতেই এক দৌড়ে ওই দুই ব্যক্তির কাছে গিয়ে সেই টাকা ফেরত দিয়ে এসেছিল সে। স্বভাবতই টাকা ফেরত পেয়ে এবং সেইসঙ্গে সত্যিটা জানতে পেরে হতভম্ব হয়ে গিয়েছিলেন ‘লালা’র ওই দুই ক্রেতা!  

 

‘পরিক্রমা’তে ইতালীয় লেখক-পরিচালক আলেসান্দ্রোর ভূমিকায় রয়েছেন মার্কো লিওনার্দি। পরিবার বলতে মা-হারা তাঁর কিশোর ছেলে। ওদিকে, ভারতে এসে ঘটনাচক্রে লালার সঙ্গে যখন তাঁর পরিচয় হয়, দেখা যায় তাঁর ছেলে ও লালা সমবয়সী। নর্মদা নদীকে ঘিরে এই পরিক্রমা তাঁকে উপলব্ধি করায় যে কিশোর তাঁর মা-কে হারিয়েছে এবং যে কিশোর তাঁর মাতৃভূমিতে থাকার অধিকার হারিয়েছে তাদের দু’জনের যন্ত্রণা কোথাও একেবারে এক। কোনও বিন্দুতে গিয়ে সেই যন্ত্রণা মিলে যায়। 
 

 

মার্কো লিওনার্দি জানান,ভারতে মধ্যপ্রদেশ-সহ নানা জায়গায় শুটিং চলেছে এই ছবির। এবং যত শুটিং গড়িয়েছে, যত তিনি নর্মদার মনোমুগ্ধকর রূপ থেকে মনখারাপ করা রূপ দেখার সাক্ষী হয়েছেন, এই ছবির সঙ্গে তত তিনি একাত্ম হয়েছেন। ‘মারাদোনা’-খ্যাত অভিনেতার কথায়, “এই ছবির প্রস্তাব পেয়ে প্রথমে নর্মদা নদী সম্পর্কে নানা বইপত্র পড়া শুরু করি। খুঁটিয়ে তথ্য জোগাড় করা শুরু করি।  এরপর যখন ধীরে ধীরে শুটিং লোকেশন বদল হতে হতে একসময় নর্মদা নদীকে প্রায় মৃত অবস্থায় আবিষ্কার করি, তখন অসম্ভব কষ্ট পেয়েছিলাম।”


#KIFF# KIFF 2024# Parikrama# Gautam Ghose#Chitrangada singh# #Marco Leonardi



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

Breaking: 'অষ্টমী'র পর ফের ছোটপর্দায় ফিরছেন শিঞ্জিনী, কোন চরিত্রে দর্শকের মন কাড়বেন অভিনেত্রী?...

‘ক্যানসারে আক্রান্ত নন হিনা, প্রচারে থাকার জন্য এসব করছেন’ কোন যুক্তিতে বিস্ফোরক দাবি অভিনেত্রী রোজলিনের? ...

‌পাতাল প্রবেশেও স্বর্গের খোঁজ, কতটা নজর কাড়ল 'পাতাল লোক ২'?...

Breaking: পাভেলের পরিচালনায় রাস্কিন বন্ড এবার হিন্দি সিরিজে! বিশেষ চরিত্রে থাকছেন টলিপাড়ার কোন অভিনেতা?...

শুধু হিয়া নয়, শাশ্বত চট্টোপাধ্যায়ের রয়েছে আরও এক ‘কন্যা’! চেনেন তাঁর ‘দ্বিতীয় সন্তান’কে?...

বড়দের একেবারেই সম্মান করতে জানে না আরাধ্যা! মেয়েকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিষেক বচ্চনের...

ধারাবাহিকে নায়ক হয়ে ফিরছেন ফাহিম মির্জা, বিপরীতে কোন নায়িকা?...

‘…বিবেক বলে কিছু নেই!’ কড়া কথা লিখেও মুছলেন করিনা! মেজাজ হারিয়ে এমন কি লিখেছিলেন সইফ-পত্নী? ...

প্রীতম-এলিটার সঙ্গে নতুন শুরু জয়া আহসানের, গায়িকা নাকি আইটেম ডান্সার কীভাবে দেখা যাবে অভিনেত্রীকে?...

Breaking: ভোজপুরি নায়কের প্রেমে দর্শনা! বাধা হয়ে দাঁড়াবেন খরাজ-লাবণী? কী চলছে টিনসেল টাউনে?...

নাচের তালে বিয়ের আসরে এন্ট্রি নিলেন রুবেল, বৈদিক মতে চার হাত এক হল রুবেল-শ্বেতার...

সইফের বাড়ির ১২ তলায় কীভাবে উঠেছিল হামলাকারী শরিফুল, জানাল মুম্বই পুলিশ...

হাসপাতালে ভর্তি সইফ, তবু করিনাকে দুশ্চিন্তা না করার কেন পরামর্শ রবি কিষেণ-এর?...

বড়পর্দায় আসছেন গোবিন্দা-পুত্র, তাঁকে সঙ্গ দিতে আসছেন আরও এক তারকা-পুত্র! চেনেন তাঁকে?...

দাম্পত্যে কতটা টান থাকলে শেষপর্যন্ত একসঙ্গে থাকা যায়? প্রশ্ন উস্কে প্রকাশ্যে অঞ্জন-অপর্ণার ছবির ঝলক ...



সোশ্যাল মিডিয়া



12 24