আজকাল ওয়েবডেস্ক: পারথে ২৯৫ রানের ব্যবধানে জয়ের পরে অ্যাডিলেডে থমকে গেল টিম ইন্ডিয়া। ভারত অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করে নিলেন তাঁরা ভাল ব্যাট করেননি, অন্যদিকে অস্ট্রেলিয়া বেশ ভাল ব্যাটিং করেছে। এটাই পার্থক্য গড়ে দিয়েছে। 

বিরাট কোহলি রান পাননি। রোহিত শর্মা মিডল অর্ডারে নেমে ব্যর্থ হন। রোহিত বলেন, ''হতাশাজনক সপ্তাহ আমাদের জন্য। ম্যাচটা জেতার মতো খেলতে পারিনি আমরা। অস্ট্রেলিয়া আমাদের থেকে অনেক ভাল খেলেছে। ম্যাচে এমন কিছু সময় এসেছিল যখন আমরা ম্যাচের দখল নিতেই পারতাম। কিন্তু আমরা সেই সুযোগ নিতে পারিনি। আর তার ফলেই আমাদের হাত  থেকে ম্যাচ বেরিয়ে যায়।'' 

সিরিজে এখন সমতা ফিরিয়ে এনেছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে শুরু হবে তৃতীয় টেস্ট। খুব বেশি হাতে সময় নেই। আড়াই দিনে অ্যাডিলেড টেস্ট শেষের পরে বরাট কোহলি শুরু করে দিয়েছেন ব্রিসবেন টেস্টের প্রস্তুতি। নেটে গিয়ে ঘাম ঝরিয়েছেন বিরাট। 

কোহলিকে নেট করতে দেখে সুনীল গাভাসকর বলেন, ''আজ নেটে গিয়ে কোহলি ক্রিকেটের প্রতি নিজের নিষ্ঠা, একাগ্রতা দেখাল। সবার কাছ থেকে এটাই আমি দেখতে চাই। কোহলি রান পায়নি ঠিকই। ভারতের হয়ে কোহলি যা অর্জন করেছে এবং দেশের হয়ে যেভাবে খেলছে, তার জন্য ও গর্বিত। রান না পাওয়ায় নেটে গিয়ে অনুশীলন শুরু করেছে কোহলি।'' ব্রিসবেন টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছেন কোহলি। 

ব্রিসবেনে অতীতে ভাল মুহূর্ত উপহার দিয়েছে ভারত। রোহিত বলছেন, ''ব্রিসবেনের দিকে তাকিয়ে আমরা। খুব বেশি সময় নেই আমাদের হাতে। অতীতে আমরা কী করেছি, সেটা স্মরণ করেই খেলতে নামব ব্রিসবেনে।''