নিজস্ব সংবাদদাতা, মুম্বই: শাশুড়ি-বউমার সম্পর্ক মানেই আদায়-কাঁচকলায়! তাই বলে জন্মদিনে শর্মিলা ঠাকুরকে সটান ‘গ্যাংস্টার’ তকমা দিলেন করিনা কাপুর! রীতিমতো সমাজ মাধ্যমে ছবিও পোস্ট করলেন সইফ পত্নী। শাশুড়ির সঙ্গে বেবোর ‘আজব’ রসায়ন দেখে হকচকিত নেটপাড়া।
তাহলে বিষয়টা একটু খোলসা করে বলা যাক। রবিবার ৮ ডিসেম্বর ৭৯-তে পা রাখলেন পতৌদি বেগম শর্মিলা ঠাকুর। শাশুড়িকে খানিকটা মজার ছলে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বউমা করিনা কাপুর। এদিন বিনা মেকআপে একেবারে ঘরোয়া পোশাকে পতৌদি ম্যানশনের অন্দরমহল থেকে শর্মিলার সঙ্গে ছবি পোস্ট করেন করিনা।
বাস্তবে শর্মিলা ঠাকুরের সঙ্গে তাঁর বেশ ভাল সম্পর্ক। এজিন তিনটি ছবির মধ্যে একটিতে বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে খোশমেজাজে রয়েছেন তিনি। আরেকটিতে শর্মিলার চোখে সানগ্লাস। শেষের ছবিতে নাতি জেহকে আদর করছেন ঠাকুমা। এমন তিন ছবির ক্যাপশনেই ‘হিরোইন’ লিখেছেন, ‘সবচেয়ে কুল গ্যাংস্টার কে? আমার বলার প্রয়োজন আছে? হ্যাপি বার্থ ডে। সবচেয়ে সেরা।’ আর এই মনকাড়া ক্যাপশন থেকেই স্পষ্ট যে, নবাব পরিবারের শাশুড়ি-বউমার সম্পর্কের সমীকরণ বেশ মধুর।
