আজকাল ওয়েবডেস্ক : চার রাজ্যের রায়ে তিন রাজ্যেই ধরাশায়ী কংগ্রেস শিবির। গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটো হয়ে উড়ে গিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বিজেপির এই জয় নিয়ে জানান, কেন্দ্র এবং রাজ্য যদি একসঙ্গে কাজ করে তবে সাধারণ মানুষ সবথেকে বেশি উপকৃত হয়। নির্বাচনের ফল তারই প্রমাণ। লোকসভা ভোটের আগে যারা এই নির্বাচনকে সেমিফাইনাল হিসাবে দেখছিলেন তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশবাসীর মনে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহিলাদের যে প্রকল্পগুলি মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করেছে তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। সকলে মিলে একসঙ্গে কাজ করেছে। তাই এই জয় এসেছে। কংগ্রেস মধ্যপ্রদেশবাসীকে বিপথে পরিচালিত করার চেষ্টা করেছিল। তবে তারা ব্যর্থ হয়েছে। টানা পঞ্চমবার মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সেবিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ধরণের সিদ্ধান্ত আমি নিতে পারিনা। দলই ঠিক করবে সকলের ভূমিকা।
