শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | দক্ষিণবঙ্গ জুড়ে শুরু নবান্ন উৎসব, সর্বমঙ্গলা মন্দিরে সাদা ভাতের সঙ্গে দেবীর ভোগে একাধিক পদ

Pallabi Ghosh | ০৮ ডিসেম্বর ২০২৪ ১৫ : ১৬Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: আলুভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আখ ভাজা, বাসন্তী পোলাও, ধবধবে সাদা চালের ভাত, মুগের ডাল, দু রকমের তরকারি, চাটনি, পায়েস। সবই নতুন ধান আর বাজারে ওঠা নতুন সবজি দিয়ে তৈরি। এটা কোনও নিরামিষ পাইস হোটেলের মেনু নয়। এটা বর্ধমানের জনপ্রিয় মন্দির সর্বমঙ্গলা দেবীর নবান্নের ভোগ। আজ, রবিবার দেবীকে নতুন চালের এই ভোগ দেওয়া হবে। তার সাথে রয়েছে গুড়, চাল, মিষ্টি আর ফল দিয়ে তৈরি নবান্নের প্রসাদ। 

আজ মায়ের এই ভোগ থাকবে আমজনতার জন্যও।কাউন্সিলর স্বীকৃতি হাজরা নিজেই প্রসাদ বিতরণ করছেন। এসেছেন পুরপতি সহ ভিআইপিরাও। কার্তিকের এই নবান্নের দেশে হিমের পরশ গায়ে মেখে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে নবান্ন উৎসব শুরু হয়েছে। দেশের শস্যগোলা বর্ধমান চিরদিন কৃষিপ্রধান। নবান্ন তাই এখানে দুর্গাপজোর মতই বড় উৎসব। আমজনতার উৎসব।  সর্বমঙ্গলা বাড়ির নবান্নের দিনই অনেক গ্রামে নবান্ন শুরু হয়। গ্রামের মানুষ, শহরবাসী রবিবার প্রসাদ খেয়ে নতুন ধানে হাত দেন। বাইরে থেকেও অনেকেই মন্দিরে আসেন বেড়াতে বা দেবীদর্শনে। এদিন হাজার হাজার মানুষের ভিড়ে গমগম করছে মন্দির। 
 
প্রায় ১২০০-র বেশি ভোগ বিলি হবে। সবটাই মালসায়। বসে খাওয়ার ব্যবস্থা নেই। মালসাভোগের দক্ষিণা সামান্যই। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে আছেন স্কাউট আর পুলিশের কর্মীরা। মন্দির কমিটির পক্ষে সঞ্জয় ঘোষ জানান, প্রতিবছরই স্বেচ্ছাসেবীরা মায়ের মন্দিরে ভক্তদের পরিষেবা দেন। এবারেও এসেছেন। ইতিহাস গবেষক সর্বজিৎ যশ জানিয়েছেন, সর্বমঙ্গলা মন্দিরের নবান্নের আলাদা আকর্ষণ রয়েছে। তিনি জানান, ফর্ম পাল্টালেও নবান্নের গৌরব একেবারে অস্তমিত হয়নি।

যাঁরা মন্দিরে সকাল থেকে এসেছেন, সেই ভক্তরা জানান, 'এখানে এসে মন ভাল হয়ে যায়। বাইরে থেকে আসায়, এটা নতুন অভিজ্ঞতা।' এই মন্দির ঘিরে অনেক কাহিনিও শোনা যায়। রাজা তেজচন্দ্রের আমলে মন্দিরটির পত্তন হয়। স্বয়ং রামকৃষ্ণ এই মন্দিরে এসেছেন বলে কথিত আছে। লোক শ্রুতি, প্রায় সাড়ে ৩০০ বছর আগে বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা একটি শিলামূর্তি পেয়েছিলেন। সেটিকে প্রস্তর খণ্ড ভেবে তার উপরে শামুক–গুগলি থেঁতো করতেন তাঁরা। শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুণ ভাটায়। তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হয় । তবে আশ্চর্যজনকভাবে সেই সময় শিলামূর্তিটির কোনও ক্ষতি হয়নি।

রাতেই স্বপ্নাদেশ পান তৎকালীন রাজা সঙ্গম রায়। এরপর শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন তিনি। পরবর্তীতে ১৭০২ সালে টেরাকোটার নিপুণ কারুকার্য করে সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজাধিরাজ কীর্তিচাঁদ মহতাব।


#bardhaman#westbengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ভাসুরের নাবালক ছেলেকে নিয়ে দিনের পর দিন উদ্দাম যৌনক্রিয়া, গ্রেপ্তার কাকিমা...

গঙ্গাসাগরে লক্ষ্মীলাভ পূর্ব রেলেরও, মেলার পাঁচ দিনে কত আয় হল? জানলে চমকাবেন...

কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে ৭২ ঘণ্টা পর পুলিশের জালে এক, পরিত্যক্ত বাড়ি থেকে গ্রেপ্তার জাকির...

কাঁটাতারের বেড়ায় ঠনঠন করে কাচের বোতলের আওয়াজ, সীমান্তে বড় পদক্ষেপ বিএসএফের ...

গুড়াপ কাণ্ডে ৫৪ দিনেই ধর্ষককে ফাঁসির সাজা, রাজ্য পুলিশের হাত ধরেই এল সাফল্য...

সজোরে গাড়ির ধাক্কা, জাতীয় সড়কে লুটিয়ে পড়ল চিতাবাঘ! ফাঁসিদেওয়ায় হাড়-হিম কাণ্ড...

পোষ্য কুকুরের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করতে গিয়ে বাজারে গ্রেপ্তার এক...

জাল নোট ছাপার কারিগর গ্রেপ্তার দুবরাজপুরে, উদ্ধার বিভিন্ন সংস্থার লটারির টিকিট...

বিধায়ককে সেভাবে দেখা যায় না, বলাগড়ে গঙ্গা ভাঙন পরিদর্শনে গিয়ে বললেন সাংসদ রচনা ব্যানার্জি...

খবরের দাম ২ লক্ষ, গুলি কাণ্ডের 'খলনায়ক' সাজ্জাক-এর বিষয়ে পুরস্কার ঘোষণা পুলিশের ...

যে ডিগ্রি লেখেন, তা অর্জনই করেননি! আন্দোলনের মুখ আসফাকুল্লাকে নোটিস পাঠাল মেডিক্যাল কাউন্সিল ...

কাজ থেকে ফেরার পথে খুন যুবক, রিষড়া কাণ্ডে ধোঁয়াশা কাটছে না কিছুতেই...

ডিভিসির ছাড়া জলে রাতারাতি ডুবে গিয়েছিল চাষের জমি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াল প্রশাসন...

 ৫২ দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত, দ্রুত বিচার চুঁচুড়া জেলা আদালতে...

রসের কড়াইয়ে সাঁতার কাটা মাসকলাইয়ের জিলিপি আর শাঁকালু, এই মেলার আকর্ষণ এটাই...



সোশ্যাল মিডিয়া



12 24