শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৮ ডিসেম্বর ২০২৪ ১৫ : ১৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আলুভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আখ ভাজা, বাসন্তী পোলাও, ধবধবে সাদা চালের ভাত, মুগের ডাল, দু রকমের তরকারি, চাটনি, পায়েস। সবই নতুন ধান আর বাজারে ওঠা নতুন সবজি দিয়ে তৈরি। এটা কোনও নিরামিষ পাইস হোটেলের মেনু নয়। এটা বর্ধমানের জনপ্রিয় মন্দির সর্বমঙ্গলা দেবীর নবান্নের ভোগ। আজ, রবিবার দেবীকে নতুন চালের এই ভোগ দেওয়া হবে। তার সাথে রয়েছে গুড়, চাল, মিষ্টি আর ফল দিয়ে তৈরি নবান্নের প্রসাদ।
আজ মায়ের এই ভোগ থাকবে আমজনতার জন্যও।কাউন্সিলর স্বীকৃতি হাজরা নিজেই প্রসাদ বিতরণ করছেন। এসেছেন পুরপতি সহ ভিআইপিরাও। কার্তিকের এই নবান্নের দেশে হিমের পরশ গায়ে মেখে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে নবান্ন উৎসব শুরু হয়েছে। দেশের শস্যগোলা বর্ধমান চিরদিন কৃষিপ্রধান। নবান্ন তাই এখানে দুর্গাপজোর মতই বড় উৎসব। আমজনতার উৎসব। সর্বমঙ্গলা বাড়ির নবান্নের দিনই অনেক গ্রামে নবান্ন শুরু হয়। গ্রামের মানুষ, শহরবাসী রবিবার প্রসাদ খেয়ে নতুন ধানে হাত দেন। বাইরে থেকেও অনেকেই মন্দিরে আসেন বেড়াতে বা দেবীদর্শনে। এদিন হাজার হাজার মানুষের ভিড়ে গমগম করছে মন্দির।
প্রায় ১২০০-র বেশি ভোগ বিলি হবে। সবটাই মালসায়। বসে খাওয়ার ব্যবস্থা নেই। মালসাভোগের দক্ষিণা সামান্যই। এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে আছেন স্কাউট আর পুলিশের কর্মীরা। মন্দির কমিটির পক্ষে সঞ্জয় ঘোষ জানান, প্রতিবছরই স্বেচ্ছাসেবীরা মায়ের মন্দিরে ভক্তদের পরিষেবা দেন। এবারেও এসেছেন। ইতিহাস গবেষক সর্বজিৎ যশ জানিয়েছেন, সর্বমঙ্গলা মন্দিরের নবান্নের আলাদা আকর্ষণ রয়েছে। তিনি জানান, ফর্ম পাল্টালেও নবান্নের গৌরব একেবারে অস্তমিত হয়নি।
যাঁরা মন্দিরে সকাল থেকে এসেছেন, সেই ভক্তরা জানান, 'এখানে এসে মন ভাল হয়ে যায়। বাইরে থেকে আসায়, এটা নতুন অভিজ্ঞতা।' এই মন্দির ঘিরে অনেক কাহিনিও শোনা যায়। রাজা তেজচন্দ্রের আমলে মন্দিরটির পত্তন হয়। স্বয়ং রামকৃষ্ণ এই মন্দিরে এসেছেন বলে কথিত আছে। লোক শ্রুতি, প্রায় সাড়ে ৩০০ বছর আগে বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা একটি শিলামূর্তি পেয়েছিলেন। সেটিকে প্রস্তর খণ্ড ভেবে তার উপরে শামুক–গুগলি থেঁতো করতেন তাঁরা। শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুণ ভাটায়। তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হয় । তবে আশ্চর্যজনকভাবে সেই সময় শিলামূর্তিটির কোনও ক্ষতি হয়নি।
রাতেই স্বপ্নাদেশ পান তৎকালীন রাজা সঙ্গম রায়। এরপর শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন তিনি। পরবর্তীতে ১৭০২ সালে টেরাকোটার নিপুণ কারুকার্য করে সর্বমঙ্গলা মন্দির নির্মাণ করেন মহারাজাধিরাজ কীর্তিচাঁদ মহতাব।
#bardhaman#westbengal
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
প্রসূতির মৃত্যুতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে তোলপাড়, তদন্তে স্বাস্থ্য দপ্তর...
টেন্ডারি না ডেকেই কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ, বিতর্কে মুর্শিদাবাদ জেলা পরিষদ...
অব্যাহত গোষ্ঠীদ্বন্দ্ব! বর্ধিত সময়েও সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না হুগলী জেলা বিজেপি...
হরিহরপাড়া ক্যানিংয়ের পর বনগাঁ, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার তিন, অস্ট্রেলিয়া যোগ নিয়ে প্রশ্ন...
'যেতে নাহি দিব', তিন শিক্ষকের বদলি আটকাতে সজল চোখে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ খুদে পড়ুয়াদের...
এ যেন শীতের আমেজে শহর ঘুরতে বেড়ানো, সারাদিন ফালাকাটায় দাপিয়ে বিকেলে জঙ্গলে ফিরল দু'টি হাতি...
দূরের নয়, কাছের দমকলই ছুটে যাবে আগুন নেভাতে, নতুন বছরে মুখ্যমন্ত্রীর উপহার ...
ধাতব কয়েন গিলে ফেলল খুদে, প্রাণ বাঁচল 'সেবাশ্রয়' শিবিরের তৎপরতায় ...
তীর্থযাত্রীদের সুবিধার্থে কী কী ব্যবস্থা থাকছে গঙ্গাসাগর মেলায়? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী...
অভাব অভিযোগ শুনতে প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে পৌঁছলেন হুগলির জেলাশাসক...
গঙ্গাসাগর মেলার জন্য বড় উদ্যোগ পরিবহন দপ্তরের, চলবে অতিরিক্ত বাস, লঞ্চ...
চা বাগানে হাতির তাণ্ডব,কাজ বন্ধ করে পালালেন শ্রমিকরা...
অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী ...
কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...
বাম নেতৃত্বের ‘গুন্ডামি’, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...