বুধবার ১১ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০৮ ডিসেম্বর ২০২৪ ০৯ : ৪৯Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: গানে হোক বা কথায়, নিজের সোজাসাপ্টা ব্যক্তিত্বে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী। বিভিন্ন সামাজিক প্রেক্ষিতে প্রতিবাদের ক্ষেত্রেও পিছপা হন না তিনি। বাংলা গানকে অপমান করতেই তাই মঞ্চ থেকে গর্জে উঠলেন গায়িকা। বাংলায় থেকে অপমান কিছুতেই মেনে নেবেন না তিনি। ইতিমধ্যেই ভাইরাল ইমনের এই ভিডিও। ঠিক কি ঘটেছিল সে দিন?
ইমন বললেন, “কয়েকদিন ধরেই আমার শরীর খারাপ। সেই অসুস্থতা নিয়েই একটি অনুষ্ঠান করতে যাই। সকলেই সেখানে খুব উপভোগ করছিলেন। হঠাৎ করে একটি ছেলে, সম্ভবত তিনি অবাঙালি, বলে ওঠেন, ‘বাংলা গান শুনতে চাই না’। সেই সময় আমি একটি বাংলা গান সবে গাইতে শুরু করেছিলাম। গানটি শেষ করে তাই সেই কথাগুলো আমি বলি। আমার মন থেকেই কথাগুলো বলতে ইচ্ছে হয়েছিল। এবং এ কথাগুলো বলে আমি বিন্দুমাত্র লজ্জিত নই, দুঃখিত-ও নই। আমি বাংলায় থাকি, এমনকি যতটুকু পরিচিতি পেয়েছি, এই বাংলা গানের জন্যই পেয়েছি। সেই কারণে আমি সবসময় কৃতজ্ঞ।
“তবে গতকাল কথাগুলো বলার পর ভেবেছিলাম আবার হয়তো আমি ট্রোলড হব, তবে সামাজিক মাধ্যমে দেখলাম সকলেই খুব প্রশংসা করছেন, হয়তো এই কথাগুলো অনেকেরই মনের কথা। বাংলা ভাষা এবং এই রাজ্যের পাশে দাঁড়ানো উচিত। এই বাংলা ভাষার জন্য কত মানুষ প্রাণ দিয়েছেন, তাই আমাদের বাংলা ভাষা নিয়ে সবসময় গর্ব করা উচিত।” এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন আগেও, সেই সময়ও প্রতিবাদ করেছেন ইমন। তবে এই ধরনের ঘটনায় কতটা আঘাত পান গায়িকা? ইমন জানালেন, “আঘাত তো অবশ্যই পাই। শিল্পী হওয়ার আগেও আমরা মানুষ। আমাদেরও রাগ-দুঃখ-অভিমান সব হয়। অনেক খারাপ ঘটনা আগে ঘটেছে কিন্তু তখন হয়তো মাথা ঠান্ডা রেখেছি, চুপ করে থেকেছি। তবে এবার আর পারিনি। এইবার প্রতিবাদ করায় সকলের জেনেছেন। তবে শিল্পীদের গন্ডারের চামড়া হয়ে গেছে, খারাপ কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু যখন খুব খারাপ লাগে তখন বলে ফেলি!”
গত শুক্রবারের রাতে রাজারহাট অঞ্চলে চলছিল জমজমাট কনসার্ট। মঞ্চে ইমন চক্রবর্তী। নীচে ভিড় করে রয়েছে শ্রোতার দল। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ বাংলা গান ছেড়ে হিন্দি গান ধরার জন্য ইমনকে বলা হয়! শোনামাত্রই কড়া ভাষায় তার জবাব দিয়েছিলেন গায়িকা। রীতিমতো ঝাঁজিয়ে উঠে অনুষ্ঠানের মঞ্চ থেকেই ইমন চক্রবর্তী বলে উঠলেন, “জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনব না। এটা অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত! '
এইটুকুতেই চুপ করে যাননি ইমন। জোর গলায় ওই বক্তার উদ্দেশ্যে বলেন, “ফালতুগিরি করো না! একদম করো না। এই রাজ্যের নাম বাংলা। পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, গুজরাটি শোনো, ইংরেজি গান শোনো। কিন্তু তোমার সাহস হল কী করে আমায় বাংলা গান গাইতে না বলতে? তুমি কে হে? সাহস কে দিল? এই ভন্ডামিগুলো একদম করো না। সাহস থাকলে স্টেজে এসো। দেখি কত সাহস! বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় রোজগার করছ এদিকে বাংলা গান শুনবে না বলছ!”
#Iman Chakraborty# Bengali song# Bengali singer
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
দিলীপ কুমার ও সায়রা বানুর কেন কোনওদিন সন্তান হয়নি? সত্যিটা শুনলে চোখ ছলছল করে উঠবে আপনারও! ...
জাহিরের জন্মের পর তাঁর মা ছাড়া সবথেকে খুশি হয়েছিলেন কোন নারী? হদিশ সোনাক্ষীর ...
অর্জুন এখন অতীত, ছেলের বন্ধু রাহুল-ই কি মালাইকার নতুন প্রেম? ...
প্রতারণার অভিযোগে ধর্মেন্দ্রকে সমন আদালতের! লম্বা হচ্ছে মন্নত, পড়বে কত খরচ?...
‘একজনের অভিনীত পরিচিত চরিত্রে হ্যাঁ বলাটাই তো চ্যালেঞ্জ’- ‘রোশনাই’ নিয়ে অকপট তিয়াসা...
ছোট্ট ‘মুসাফা’ হয়ে ওঠার জন্য খুদে আব্রাম কীভাবে নিজেকে প্রস্তুত করেছিল? এই প্রথম ফাঁস করলেন স্বয়ং শাহরুখ...
‘আসবেন না অনুষ্ঠানে’, রাজস্থানের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করার পাশাপাশি রাজনীতিকদের তোপ সোনুর! কিন্তু কেন?...
‘ভুল ভুলাইয়া ৩ সুপারহিট, তবু ইন্ডাস্ট্রির সমর্থন পাব না!’ বিস্ফোরক কার্তিকের নিশানায় কারা? ...
জল্পনা সত্যি করে ‘বেবি জন’-এ হাজির সলমন, ছবির ঝলকে ‘টাইগার’কে দেখে কেন ক্ষেপল নেটপাড়া?...
‘ভূত বাংলো’র সামনে লন্ঠন হাতে একা অক্ষয়! গা-ছমছমে পোস্টার দেখিয়ে ছবি মুক্তির তারিখ ঘোষণা ‘খিলাড়ি’র ...
পর্দার জন্য নয়, বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছেন 'মেম বউ' সিরিয়ালের অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায় ...
'আমার সামনে দাঁড়াতেই...', অমিতাভকে দেখে বদলে গিয়েছিল রেখার নাচ! কোন গোপন কথা ফাঁস করলেন 'উমরাও জান'?...
অন্তর্বাস না পরা থেকে পাজামা খুলে যাওয়া, ‘জগন’-এর কথা বলতে গিয়ে আবেগে ভেসে আর কী বললেন সুব্রত?...
অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনায় রেজওয়ান! অ্যান্টনি ফিরিঙ্গি থেকে পুরনো কলকাতা ছুঁয়ে তৈরি করলেন ‘কালী কথা কলিকাতা’...
‘অ্যানিম্যাল’ নিয়ে রিয়্যালিটি শো-এর প্রতিযোগীর সঙ্গে তর্কে জড়ালেন পরিচালক, কটাক্ষ জাভেদ আখতারকেও!...