আজকাল ওয়েবডেস্ক: বোমা হামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। নরেন্দ্র মোদির প্রাণনাশের হুমকি দিয়ে আবারও মুম্বই পুলিশে এল বার্তা। এই ঘটনায় আবারও ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। চলছে উচ্চ পর্যায়ের তদন্ত। হুমকির বার্তা পাওয়ার পরে মুম্বইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সাতসকালে মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাণনাশের হুমকি দেওয়া বার্তা পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, যে নম্বর থেকে প্রধানমন্ত্রীকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে, সেটি রাজস্থানের আজমেরের। হুমকি বার্তা পাওয়ার পরেই মুম্বই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে তড়িঘড়ি রাজস্থানের উদ্দেশে রওনা দিয়েছে। 

পুলিশ আরও জানিয়েছে, প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি বার্তায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী আইএসআইয়ের উল্লেখ রয়েছে। বোমা হামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার পরিকল্পনার কথা জানানো হয়েছে। মুম্বই পুলিশের অনুমান, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন হতে পারে। কিংবা মত্ত অবস্থায় হোয়াটসঅ্যাপে হুমকি বার্তা পাঠিয়েছে। তার খোঁজে চলছে তল্লাশি অভিযান। 

সাম্প্রতিককালে একাধিক তারকাকে প্রাণনাশের হুমকি ঘিরে দেশের রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে খুনের পর সলমন খান থেকে শাহরুখ খানকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। নভেম্বরের শেষেও প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করা হয়েছে বলে হুমকি ফোন গিয়েছিল মুম্বই পুলিশের কাছে। অক্টোবরে পুনে পুলিশের কাছে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া ভুয়ো ফোন এসেছিল। এ ঘটনায় এখনও পর্যন্ত একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।