আজকাল ওয়েবডেস্ক: ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন বিরাট কোহলি। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। 

রবিচন্দ্রন অশ্বিনের বল মিচেল মার্শের প্যাডে লাগে। ফিল্ড আম্পায়ার ইলিংওয়ার্থ আউট দেননি। টিম ইন্ডিয়া ডিআরএস নেয়। থার্ড আম্পায়ার কেটেলবরো ভাল করে ভিডিও দেখার পরে মার্শকে আউট দেননি। তবে স্নিকোতে দু'ধরনের শব্দ পাওয়া গিয়েছে। মার্শকে নট আউট দেওয়ার এহেন সিদ্ধান্তে অসন্তুষ্ট হন কোহলি। তিনি  আম্পায়ার ইলিংওয়ার্থের সঙ্গে তর্ক জুড়ে দেন।

কোহলি আম্পায়ার ইলিংওয়ার্থকে প্রথম টেস্টে লোকেশ রাহুলের আউটের কথা স্মরণ করিয়ে দেন। পারথ টেস্টে লোকেশ রাহুলের আউট নিয়ে বিতর্ক ছিল। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করেন কোহলি। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''কেএল-এর ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছিল পারথে। দুটো স্পাইক শোনা গিয়েছিল। একটা ব্যাটের, একটা প্যাডের।'' 

অ্যাডিলেডে গোলাপী বলের টেস্টে দ্বিতীয় দিনের শেষে প্রচণ্ড চাপে ভারত। শনিবার ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ১২৮। এখনও ২৯ রানে পিছিয়ে। ক্রিজে আছেন ঋষভ পন্থ এবং নীতিশ কুমার রেড্ডি। এই জায়গা থেকে টেস্ট বাঁচানো কঠিন। যদি না তৃতীয় দিন কোনও মিরাকেল হয়। বর্ডার-গাভাসকর ট্রফির দিন-রাতের টেস্টের প্রথম দিনই ব্যাকফুটে ছিল ভারত। দ্বিতীয় দিন খারাপ ফিল্ডিংয়ের খেসারত দিতে হল। একই সঙ্গে রোহিত শর্মার কয়েকটা ভুল পার্থক্য গড়ে দেয়। গোলাপী বলের টেস্ট জিতে সিরিজে অজিদের সমতা ফেরানো শুধুই সময়ের অপেক্ষা।

অ্যাডিলেডে গোলাপী বলে গোধূলি লগ্নে ব্যাট করা কঠিন জানাই ছিল। একের পর এক অজি বোলারদের ফাঁদে পা দিলেন ভারতীয় ব্যাটাররা। শেষ সেশনে হারাল ৫ উইকেট। স্টার্ক, কামিন্সদের পেস এবং সুইং খেলতে ব্যর্থ বিরাট, রোহিতরা।‌ বলের মুভমেন্টই বুঝতে পারেনি অধিকাংশ ব্যাটার।