আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালের শয্যায় শুয়ে ৮৫ বছর বয়সি বৃদ্ধ। তাঁর পাশে দাঁড়িয়েই রিল বানাতে ব্যস্ত এক তরুণী। সেই রিলটিই বর্তমানে হু-হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখার পর তরুণীর কীর্তির তুমুল সমালোচনা করেছেন নেটিজেনরা। ব্যাপক ক্ষোভ উগরে দিতেও অনেকে পিছপা হননি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে টরেন্টোতে। ২২ বছর বয়সি তরুণী টরেন্টোর একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। ব্রোনউইন আরোরা সম্প্রতি একটি রিল ভিডিও টিকটকে শেয়ার করেছেন। যেখানে একটি গানে তাঁকে উদ্দাম নাচ করতে দেখা যায়। রিল ভিডিওটি তিনি একটি হাসপাতালের মধ্যে বানিয়েছেন। যা ঘিরে সমালোচিত হয়েছেন ব্রোনউইন।
ভিডিওতে তরুণী জানিয়েছেন, তাঁর ৮৫ বছর বয়সি বৃদ্ধ প্রেমিক অসুস্থ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে দেখতে গিয়ে রিল ভিডিওটি বানিয়েছেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, তরুণীর কীর্তিতে স্তম্ভিত বৃদ্ধ। যদিও রিল ভিডিওর মাঝে তিনি কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেননি।
এর আগে হাসপাতালের মধ্যে আরও একটি ভিডিও শেয়ার করেছিলেন ব্রোনউইন। যেখানে দেখা গেছে, ৮৫ বছর বয়সি বৃদ্ধ প্রেমিকের হাতে চুমু খেয়েই নাচে মত্ত তরুণী। সেটি ঘিরেও বিরক্ত প্রকাশ করেছেন নেটিজেনরা।
