আজকাল ওয়েবডেস্কঃ মসলা চা শুধু স্বাদেই নয় স্বাস্থ্যের জন্যও উপকারী। চা প্রেমীদের জন্য তাই চায়ের নেশা থাকলে বার বার চায়ে চুমুক দিতে পারলেই মন শান্ত হয়। বিশেষ করে যারা সর্দি-কাশিতে ভুগছেন তারা অবশ্যই মশলা চাকেই নিজের সঙ্গী বানাবেন। কিন্তু বাইরে বেড়াতে গিয়ে বাড়ির মনোমুগ্ধকর সেই চায়ের স্বাদ কোথাও পাচ্ছেন না? জল দিয়ে পাতলা চায়ের সঙ্গে কিছুতেই সখ্যতা হচ্ছে না? হতাশ হয়ে পড়বেন না। বাড়িতে তৈরি করুন এমন এক চায়ের প্রি মিক্স মশলা যা আপনাকে বাড়ি থেকে দূরে রাখলেও চায়ের স্বাদ থেকে বঞ্চিত করবে না। শুধু বাইরে নয়, চা বানানোর সময় বিশেষ কিছু মশলা ব্যবহার করে আপনি চায়ের স্বাদ এবং গুণমান দুটোই বাড়াতে পারবেন। ফলে এর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিলে আপনার ভাল বৈ খারাপ হবে না।
জেনে নিন কীভাবে বানাবেন এই রেসিপিটি।
ব্লেন্ডারে এক কাপ চা পাতা, এক কাপ চিনি নিন। চিনির পরিমাণ আপনার স্সবাদ অনুযায়ী হবে। সঙ্গে দিন ৭-৮ টি এলাচ ও এক চামচ আদা গুঁড়ো। ভাল করে মসৃণভাবে ব্লেন্ড করে নিন। পাউডারটি ছেঁকে নিন। দু'কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিন। যদি আপনি বাইরে বেড়াতে যান তবে এই চায়ের প্রি মিক্স মশলা ছোট ছোট পাউচ প্যাকেট করে সঙ্গে নিয়ে নিন। এক কাপ চায়ে এক চামচ প্রি মিক্স লাগবে। গরম জল সঙ্গে থাকলেই মুশকিল আসান। বাইরে যে কোনও জায়গায় বসে সহজেই পেয়ে যান বাড়ির তৈরি চায়ের স্বাদ।
বিশেষ করে যারা সর্দি-কাশিতে ভুগছেন তারা অবশ্যই মসলা চাকেই নিজের সঙ্গী বানাবেন। মসলা চা আসলে কিছু মশলাকে একসঙ্গে পিষে তৈরি করা হয়। যার মধ্যে আদা, এলাচের মতো সুস্বাদু মশলা রয়েছে। এই গুঁড়ো চায়ের স্বাদ দ্বিগুণ করে। চায়ের এই আস্ত মশলা স্বাস্থ্যের জন্য নানাভাবে উপকারী।
