আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড টেস্টে রেকর্ডবুকে নাম তোলেন ট্রাভিস হেড। দিন-রাতের টেস্টে দ্রুততম শতরানের নজির গড়েন বাঁ হাতি অস্ট্রেলিয়ান ব্যাটার। গ্যালারিতে বসে স্বামীর এই সাফল্যের সাক্ষী থাকতে পেরে উচ্ছ্বসিত জেস হেড। পরিবার এবং পছন্দের মানুষদের সামনে ভারতের বিরুদ্ধে আরও একটি উল্লেখযোগ্য ইনিংস খেলেন অজি তারকা। এই মুহূর্ত সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে হেডের এবং তাঁর স্ত্রীর কাছে। কারণ এদিন এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকেন তাঁদের পুত্র হ্যারিসন। প্রথমবার মাঠে বাবার খেলা দেখতে এসেছিলেন পাঁচ সপ্তাহের সদ্যোজাত সন্তান। সেই কারণেই আরও উচ্ছ্বসিত হেডের স্ত্রী। জেস বলেন, 'অসাধারণ অনুভূতি। অ্যাডিলেডে শতরান করার থেকে ভাল আর কিছু হয় না। ট্রাভিস এবং আমার এটা হোম গ্রাউন্ড। ওর জন্য বিশেষ জায়গা। ওর পছন্দের মাঠগুলোর মধ্যে অন্যতম। পরিবার এবং বন্ধুদের সামনে এই অনবদ্য ইনিংস খেলা সত্যিই দারুণ অনুভূতি। বিশেষ করে আমাদের সদ্যজাত সন্তানের সামনে।'
অস্ট্রেলিয়ার ইনিংসের সর্বোচ্চ রান হেডের। ১৪১ বলে ১৪০ করেন। স্ট্রাইক রেট ৯৯.২৯। দিন-রাতের টেস্ট ম্যাচে এটা তাঁর তৃতীয় শতরান। এই ফরম্যাটে সবচেয়ে বেশি একশোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন হেড। একনম্বরে মার্নাস লাবুশেন। চারটে সেঞ্চুরি রয়েছে তাঁর। শতরানের পর একটি বিশেষ সেলিব্রেশন করেন হেড। তাঁর স্ত্রী জানান, কাকতালীয় ভাবে তাঁদের বড় সন্তান মিলারের প্রথম মাঠে আসার দিনও শতরান করেন হেড। মিলারের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে একইভাবে সেলিব্রেট করেন। জেস বলেন, 'মিলার হওয়ার পর ও একই সেলিব্রেশন করেছিল। যতদূর মনে পড়ছে, মিলার যেদিন প্রথমবার মাঠে এল, সেদিনও ও শতরান করেছিল। এবার হ্যারির প্রথম ম্যাচেও সেঞ্চুরি করল। এটা স্পেশাল।' আপেক্ষিক দৃষ্টিতে শান্ত স্বভাবের মনে হলেও জেস জানান, খুব ভয়ে ছিলেন। হেডের বাবা, মা, ভাই, বোনরা ছাড়াও পরিবারের অনেকে শনিবার অ্যাডিলেডে উপস্থিত ছিল। তাঁদের চোখের সামনে এই মাইলস্টোন আরও স্পেশাল।
