বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | খেলেছেন ওয়ার্ন, এদেশে আবির্ভাব পন্টিংয়ের হাত ধরে, সেই ফুটিতে এশিয়া কাপ ফাইনালের দোরগোড়ায় ভারত

KM | ০৭ ডিসেম্বর ২০২৪ ১৭ : ০৩Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের পিঙ্ক বল টেস্ট ম্যাচ নিয়ে চলছে জোর চর্চা। কিন্তু রবিবার হো চি মিন সিটিতে ভারত ফুটি খেলার সেমিফাইনাল খেলতে নামবে ভারত, তার খবর কি কেউ রাখেন! 

এত পর্যন্ত পড়ে অনেকেই অবাক হতে পারেন! মনে প্রশ্ন জাগতে পারে ফুটি খেলা বিষয়টা কী? নাম আসলে অস্ট্রেলিয়ান রুলস ফুটবল। ফুটি খেলা নামেও তা পরিচিত।  

দেখলে মনে হবে রাগবি। আসলে তা রাগবি নয়। ফুটবল, বাস্কেটবল, রাগবি-সহ একাধিক খেলার সমাহারে এই ফুটি।  

 স্যর ডনের দেশে দারুণ জনপ্রিয়। অজি অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্করা তাঁদের ফিটনেস বাড়ানোর জন্য অনুশীলনে ফুটি খেলেই ঘাম ঝরান। 

একসময়ে কিংবদন্তি প্রয়াত স্পিনার শেন ওয়ার্নও খেলেছেন অস্ট্রেলিয়ান রুলস ফুটবল। পরবর্তীতে ক্রিকেট হয়ে ওঠে তাঁর যৌবনের উপবন আর বার্ধক্যের বারাণসী। 

আরেক কিংবদন্তি অজি ক্রিকেটার রিকি পন্টিংয়ের হাত ধরেই অস্ট্রেলিয়ান রুলস ফুটবল বা ফুটি শাখাপ্রশাখা মেলে এই বঙ্গে, থুড়ি এই দেশে। 

এহেন ফুটিতে ভারতীয় দল দাপট দেখিয়ে এএফএল এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট জোগাড় করে ফেলেছে। রবিবার জাপানের বিরুদ্ধে শেষ চারের লড়াই। সেই লড়াইয়ের আগে রীতিমতো ফুটছে ভারতের ছেলেরা। 

 সেমি-যুদ্ধে নামার আগে ভারতের প্রাক্তন অধিনায়ক সুদীপ চক্রবর্তী বলছিলেন, ''জাপান খুব শক্তিশালী দল। দারুণ গতি ওদের। কিন্তু জাপানকে বেগ দিতে তৈরি আমরাও।'' 

প্রাক্তন ভারত অধিনায়ক আবার এই দেশে অস্ট্রেলিয়ান রুলস ফুটবল অ্যাসোসিয়েশনের  প্রতিষ্ঠাতাও। টাইমমেশিনের সাহায্য না নিয়ে আজকাল ডিজিটাল-কে তিনি হো চি মিন সিটি থেকে বলছিলেন, ''এবারই প্রথমবার এএফএল এশিয়া কাপ হচ্ছে। তিন বছর অন্তর অন্তর বিশ্বকাপ হয়। এতদিন পর্যন্ত বিশ্বকাপে ভারতের সেরা পারফরম্যান্স ছিল ইস্ট টিমরকে হারানো। কিন্তু এবারের এশিয়া কাপে অতীতের সব পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছে আমাদের ছেলেরা।'' 

সেমিফাইনালের পাসপোর্ট জোগাড় করার পথে ভারত ৬১-২২-এ মাটি ধরিয়েছে ভিয়েতনামকে। চীনকে ১১০-০৩-এ উড়িয়ে দিয়েছে। ভারতের হেড কোচ সুধশীল মিত্র আশাবাদী দল ভাল খেলবে শেষ চারে। তিনিও দেশের প্রাক্তন খেলোয়াড়। 

ভারতীয় দলের ক্যাপ্টেনের আর্মব্যান্ড মহেশ তিরকের হাতে। ২০১৭ সালের বিশ্বকাপে তিনিই ছিলেন দেশের সেরা খেলোয়াড়। ঝাড়খণ্ড ক্রোজের অধিনায়ক মহেশ। সহ অধিনায়ক সুদীপ রাজবংশীও বুক ঠুকে তৈরি হচ্ছেন চোয়াল চাপা এক লড়াইয়ের জন্য। 

দেশের প্রাক্তন অধিনায়ক সুদীপ চক্রবর্তী বলছিলেন, ''অস্ট্রেলিয়ায় এই খেলা দারুণ জনপ্রিয়। ১৮৫৮ সালে প্রথম খেলা হয়েছিল সেখানে। অস্ট্রেলিয়ান রুল ফুটবলে ১৮ জন অংশ নেয়। এশিয়া কাপে নাইন আ সাইডের খেলা। ১৫ জনের দল নিয়ে আমরা খেলতে এসেছি।''

ভারতে ফুটি ছড়িয়ে পড়ছে এগারোটির বেশি  রাজ্যে। এশিয়া কাপে নামার আগে বাংলার হাওড়া ও বনগাঁয় ক্যাম্প হয়েছে। রীতিমতো ঘাম ঝরিয়েছেন খেলোয়াড়রা। পরিশ্রম করেছেন সবাই। তারই ফলাফল মিলছে এশিয়া কাপে। ১৫ জনের দলে পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার ও কেরলের প্রতিনিধি রয়েছেন। সুদীপবাবু বলছিলেন, ''অস্ট্রেলিয়ান ফুটবলের আসল ব্যাপারটাই হল ফিটনেস। শূন্যে লাফিয়ে বল ধরা, অফুরান দম, সেই সঙ্গে রয়েছে বডি কন্ট্যাক্ট--ফিটনেসের শিখরে না পৌঁছলে এই খেলা সম্ভবই নয়। বাংলা-ওড়িশা-ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকার ছেলেরা দারুণ ফিট। এই তিন রাজ্যের প্রতিনিধিত্ব তো রয়েইছে, এখন দেশের বিভিন্ন রাজ্যে এই খেলা ছড়িয়ে পড়েছে।'' 

অস্ট্রেলিয়ায় এখন গ্রীষ্ম। পারথে প্রথম টেস্ট জিতে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট চলছে পুরোদমে। সেই দেশেরই এক জনপ্রিয় খেলায় দক্ষতা এবং পারদর্শিতা অর্জন করে আমাদের ছেলেরা বিশ্বের অন্যপ্রান্তে ফুল ফোটাচ্ছেন। ফাইনাল থেকে আর এক কদম দূরে মহেশ-সুদীপ রাজবংশীরা। 

ক্রিকেট-ফুটবলের আলোর ছটায় বাকি খেলাগুলো অবহেলিত। প্রচারের আলো পায় না সেই সব খেলা। নেমে আসে আঁধার। রবি ঠাকুর লিখেছেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। 

লোকচক্ষুর অন্তরালে থেকে এদেশের ক্রীড়াপাগলদের একাংশের  কাছে অজানা, অচেনা ফুটি  আলো ছড়িয়ে দিচ্ছে ভিয়েতনামের মাঠে। জয় হো ধ্বনি থেকে আর এক কদম দূরে ভারত। 

স্যর ডনের দেশের জনপ্রিয় খেলায় পিছিয়ে নেই আমাদের দেশও।   


#AFLAsiaCup#AustralianRulesFootball#India# Footy



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ইংল্যান্ড সফরের আগে চূড়ান্ত প্রস্তুতি, সিরিজে নামার আগে এই দলের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে ভারত...

বিচ্ছেদ জল্পনা চহাল-ধনশ্রীর! কত টাকা খোরপোশ দিতে হবে তারকা ক্রিকেটারকে? ...

আকাশছোঁয়া গড়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাচকদের সমস্যায় ফেলে দিলেন উপেক্ষিত তারকা ...

আকাশছোঁয়া গড়, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাচকদের সমস্যায় ফেলে দিলেন উপেক্ষিত তারকা ...

স্মৃতি, হরমনপ্রীতরা নামবেন একে অপরের বিরুদ্ধে! উইমেনস প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ করল বিসিসিআই...

রেফারির দাক্ষিণ্যে ম্যাচ জিতছে মোহনবাগান! অভিযোগে অসন্তুষ্ট কামিন্স...

তাঁকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হয়েছিল, কিন্তু শেষমেশ বাদ পড়তে হল, কেন? ...

পাকিস্তানে জলের দরে বিক্রি হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট, জেনে নিন তাঁর মূল্য ...

ইন্ডিয়া ওপেনে 'লক্ষ্য'চ্যুত প্রণয়-প্রিয়াংশুরা, আশা জাগালেন অনুপমা ...

গম্ভীরকে নিয়োগের প্রক্রিয়া ভুল! রোহিত-কোহলির ওপর অবসরের সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত, জানালেন কিরমানি...

হাসপাতাল থেকে ছাড়া পেলেও দুর্বল কাম্বলি, ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনুষ্ঠানে গাভাসকরের সঙ্গে ভিডিও ভাইরাল ...

রোহিত-শুভমনের পর এবার রঞ্জি ট্রফিতে খেলতে চান যশস্বী, বুধবার অনুশীলনে যোগ দেবেন...

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে অন্তর্দ্বন্দ্ব? মুখ খুললেন বিসিসিআইয়ের শীর্ষকর্তা...

সিরিজ শুরুর আগে সমস্যায় ইংল্যান্ড, ভিসা সমস্যায় অনুশীলনে যোগ দিতে পারছেন না তারকা ক্রিকেটার ...

ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে রিচার্ড সেলিস, অনুশীলন না করেই মাঠ ছাড়লেন আনোয়ার-হেক্টররা...



সোশ্যাল মিডিয়া



12 24