অ্যাঞ্জেলফিস : এই ধরণের মাছেরা ধীর স্বভাবের হয়ে থাকে। নিজেরা দল বেঁধে থাকতে পছন্দ করে। এদের নানা জাতি রয়েছে। এরা থাকলেই যেন অন্য ধরণের শোভা বাড়ে।
2
10
গাপ্পি : যদি আপনার অ্যাকোরিয়ামে গাপ্পি থাকে তাহলে সেখানে মশা কখনই ডিম পাড়বে না। নানা ধরণের গাপ্পি মাছ আকারে ছোটো হলেও দ্রুত বংশবৃদ্ধি করে থাকে।
3
10
মলি : বেশ কয়েক ধরণের মলি ফিস যদি রাখেন তাহলে গোটা ঘরের শোভা পাল্টে যাবে। হাল্কা খাবার খেয়েই এরা বেঁচে থাকতে পারে।
4
10
বেটাফিস : এরা একা থাকতে পছন্দ করে। একসঙ্গে অনেক বেটাফিস আপনি রাখতে পারবেন না। তবে অনেক মাছের সঙ্গে একটি বেটাফিস রাখতেই পারেন।
5
10
গোল্ডফিস : নানা ধরণের গোলু গোলু গোল্ডফিস রাখলে যে শোভা পাবেন তাতে সকলের মন ভাল থাকবে। নানা ধরণের রঙের পাওয়া যায়। খুব শান্ত স্বভাবের হয়ে থাকে।
6
10
জেব্রা : অ্যাকোরিয়ামের গতিময় মাছের মধ্যে অন্যতম এটি। একে দেখতে বেশ কয়েকটি রঙের হয়। একদল বেঁধে থাকতেই বেশি পছন্দ করে থাকে।
7
10
টাইগার ফিস : নিজেরা একলা থাকতে পছন্দ করে না। দেখতে বাঘের মতো তাই এদের এই নাম। ছোটো থেকেই এরা দল বেঁধে চলতে চায়।
8
10
ক্লাউন ফিস : গোটা অ্যাকোরিয়ামের শোভা বদলে পারে ক্লাউন ফিস। সমুদ্রে থাকে বলে এরা সেখানকার মতোই পরিবেশ চায়। সেটাই তৈরি করতে হবে আপনার অ্যাকোরিয়ামে।
9
10
উইডো ফিস : একে অনেকে গ্লো ফিস বলেও চেনে। এরা দ্রুত গতির হয়ে থাকে। দল বেঁধে থাকতেই বেশি পছ্ন্দ করে।
10
10
কিসিং গোরামি : অন্য মাছদের চুমু খেতে পছন্দ করে বলে এর নাম কিসিং গোরামি। তবে এর চুমুর চোটে অনেক সময় অন্য মাছেরা ঘায়েল হয়ে যায়। তবে তাতে এদের কিছুই যায় আসে না।