আজকাল ওয়েবডেস্ক: কিলিয়ান এমবাপের হলটা কী? পেনাল্টি থেকে গোল করতে পারলেন না। রিয়াল মাদ্রিদও হেরে গেল লা লিগায়। অ্যাথলেটিক বিলবাও ২-১ গোলে হারাল রিয়ালকে। ম্যাচে গোল হল তিনটি। আর তিনটি গোলই দ্বিতীয়ার্ধে।

৫৩ মিনিটে আলেয়ান্দ্রো রেমিরোর গোলে এগিয়ে যায় অ্যাথলেটিক ক্লাব। ৭৮ মিনিটে সমতা ফেরায় রিয়াল মাদ্রিদ। কিন্তু এর ঠিক দু' মিনিটের মধ্যেই অ্যাথলেটিক ক্লাব ২-১ করে ফেলে। ম্যাচ আর বের করতে পারেনি রিয়াল। গোরকা জয়সূচক গোলটি করেন অ্যাথলেটিকের হয়ে। 

২০১৫ সালের মার্চের পর এই প্রথম লিগে রিয়ালের বিরুদ্ধে জয় পেল অ্যাথলেটিক। 

ম্যাচ হেরে যাওয়ায় বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান কমিয়ে আনার সুযোগ হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ। রিয়ালের পয়েন্ট ৩৩। ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে এখন বার্সেলোনাই।

রিয়ালের হারের সঙ্গে সঙ্গে এমবাপের হতশ্রী পারফরম্যান্স কিন্তু চিন্তা বাড়াচ্ছে ভক্তদের। খেলার শুরুর দিকে এমবাপে গোল করলেও অফসাইডের অজুহাতে সেই গোল বাতিল হয়ে যায়। 

রিয়াল তখন এক গোলে পিছিয়ে। রুডিগারকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। এমবাপে শট নিতে গেলে তা বাঁচান অ্যাথলেটিক গোলকিপার। 

লিভারপুলের বিরুদ্ধেও পেনাল্টি নষ্ট করেছিলেন এমবাপে। সেই ম্যাচেও রিয়াল হার মেনেছিল। 
রিয়াল মানেই প্রত্যাবর্তন। রিয়াল মানেই ঘুরে দাঁড়ানোর অসম্ভব কাহিনি। সাম্প্রতিক ব্যর্থতার পরেও ভক্তরা নিরাশ হচ্ছেন না। কারণ ক্লাবটার নাম রিয়াল মাদ্রিদ।