আজকাল ওয়েবডেস্ক: বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে বাইক। এক যুবক চালাচ্ছেন আর একজন পিছনে বসে আছেন। আর দুজনের মাঝে শান্তভাবে বসে রয়েছে একটি বিশালাকার উট। উটকে এভাবে বাইকে করে নিয়ে যাওয়ার দৃশ্যে তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। অভাবনীয় এই দৃশ্য খুব দ্রুত ছড়িয়ে গিয়েছে সমাজমাধ্যমে।  নেটিজেনদের মনে জেগেছে কৌতূহল।

 

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে বসে আছেন—একজন চালাচ্ছেন এবং অন্যজন পেছনে বসে আছেন। তবে আসল চমক হল, উটটি তাদের মাঝে আরামদায়কভাবে বসে আছে। স্বাভাবিকভাবে এত বড় একটি প্রাণী বাইকে বসা অসম্ভব মনে হলেও, এটিকে বিশেষভাবে বাধা হয়েছে যাতে দাঁড়িয়ে না যায়। অদ্ভুত এই দৃশ্য দেখে পথচারীরাও রীতিমত হতবাক হয়ে পড়েছেন এবং অনেকেই বিস্ময় প্রকাশ করে চিৎকার করেন, ‘আরি মোরি মাইয়া!’। 

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Jist (@jist.news)