আজকাল ওয়েবডেস্ক: সামনেই বড়দিন বা ক্রিসমাস। ভারতসহ বিশ্বজুড়ে বিশেষত পাশ্চাত্য সংস্কৃতির দেশগুলিতে ধুমধাম করে পালিত হয় এই দিনটি। ছুটি থাকায় কেউ এই দিনটি কাটাতে ভালবাসেন পরিবারের সঙ্গে কেউ বা কাটান বন্ধু বান্ধবীদের সঙ্গে। অনেকে অপেক্ষায় থাকেন উপহারের। কারণ, সান্তা মানেই যে উপহার। ক্রিসমাসের আগের রাতে মোজা ঝুলিয়ে রাখার মত কত রীতি চালু রয়েছে। কিন্তু এই সান্তাক্লজকে কেমন দেখতে? বহু বছর ধরে ক্রিসমাস পালিত হচ্ছে, অনেকে সান্তা সেজেছেন, বহু সিনেমা মুক্তি পেয়েছে যেখানে দেখা গেছে সান্তাক্লজকে।

 

 

কিন্তু এবার সামনে এল সান্তাক্লজের আসল ছবি। সান্তাক্লজ আসলে ছিলেন এই বিশপ যাঁর নাম ছিল সেন্ট নিকোলাস। তাঁর মৃত্যু ঘটেছে আজ থেকে প্রায় ১৭০০ বছর আগে। তাঁকে আসলে কেমন দেখতে ছিল কেউই জানে না সেকথা। কিন্তু তাঁর মৃত্যুর ১৭০০ বছর পর তাঁর মাথার খুলি থেকে উন্নত ফরেন্সিক প্রযুক্তি ব্যবহার করে তাঁর মুখের আদলের পুনর্গঠন সম্ভব করেছেন বিজ্ঞানীরা। সেন্ট নিকোলাস তাঁর উদারতা এবং উপহার দেওয়ার জন্য পরিচিত ছিলেন। তাঁর মানবিকতা পরে ডাচদের সেন্টারক্লাস এবং পরে ইংরেজদের ফাদার ক্রিসমাসের সঙ্গে মিলিত হয়ে রূপ নেয় সান্তাক্লজের। 

 

 

 

 

বিশ্বজুড়ে এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও, এতদিন সেন্ট নিকোলাসের কোনও নির্ভুল চিত্র ছিল না। এই প্রকল্পের প্রধান গবেষক সিসেরো মোরাস জানান, ১৯৫০ সালে লুইজি মার্টিনোর সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি মডেল তৈরি করা হয়। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাঁর মুখের গঠন নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞানী মোরাস আরও জানান, যে মুখমণ্ডল তৈরি হয়েছে গবেষণা থেকে তার সঙ্গে মিল রয়েছে ১৮২৩ সালের একটি বিখ্যাত কবিতা ‘A Visit From St. Nicholas’-এর। ছবিতে সান্তার ঘন দাড়ি রয়েছে যার সঙ্গে কল্পিত সান্তাক্লজের মিল রয়েছে অনেকাংশেই।