আজকাল ওয়েবডেস্ক:‌ টি২০ ক্রিকেটে নয়া নজির গড়ে ফেলল বরোদা। বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটে বিরল রেকর্ড গড়ে ফেলল বরোদা। সিকিমের বিরুদ্ধে ২০ ওভারে ৩৪৯/‌৫ রান তুলল বরোদা। টি২০ ফরম্যাটে এটাই সর্বোচ্চ রান। আগের রেকর্ড ছিল জিম্বাবোয়ের। ৪৩ দিনের মধ্যে ভেঙে গেল সেই বিশ্বরেকর্ড। বরোদার বিশ্বরেকর্ডে বড় ভূমিকা ভানু পানিয়ার। ৫১ বলে ১৩৪ রান তাঁর। পাশাপাশি টি২০ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ৩৭ ছয়ের নজিরও এদিন গড়ল বরোদা।


চলতি বছরের অক্টোবরেই গাম্বিয়ার বিরুদ্ধে ৩৪৪/‌৪ তুলেছিল জিম্বাবোয়ে। সেই রেকর্ড গেল ভেঙে। ভারতের ঘরোয়া ক্রিকেট সৈয়দ মুস্তাক আলিতে এই প্রথম উঠল ৩০০ প্লাস রান। এর আগে পাঞ্জাবের ২৭৫/‌৬ ছিল সর্বোচ্চ। তবে বরোদার হয়ে এই ম্যাচে খেলেননি হার্দিক। আর অধিনায়ক ক্রুণাল পান্ডিয়ার ব্যাট করার প্রয়োজনই হয়নি।


প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করে বরোদা। ভানু পুনিয়া মেরেছেন ১৫টি ছয়। ওপেনিংয়ে বড় রান পান শাস্বত রাওয়াত ও অভিমন্যু সিং। ১৬ বলে ৪৩ করেন শাস্বত। আর অভিমন্যু করেন ১৭ বলে ৫৩। দু’‌জনের ওপেনিং জুটিতে ওঠে ৯২ রান। এরপর ঝড় তোলেন ভানু পুনিয়া। আর শেষের দিকে মারকুটে ছিলেন শিবালিক শর্মা (‌১৭ বলে ৫৫)‌ ও বিষ্ণু সোলাঙ্কি (‌১৬ বলে ৫০)‌। 


প্রসঙ্গত, টি২০ ক্রিকেটে প্রথম বার ৩০০ পেরিয়েছিল নেপাল। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩১৪/৩ তুলেছিল তারা। সেই রেকর্ড ভেঙে দেয় জ়িম্বাবোয়ে। চলতি বছর ২৩ অক্টোবর গাম্বিয়ার বিরুদ্ধে ৩৪৪/৪ তোলে তারা। বরোদা সেই নজিরও ভেঙে দিয়েছে। যদিও টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি রান ভারতের। চলতি অক্টোবরেই বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭/৬ তুলেছিল সূর্যকুমারের দল।