আজকাল ওয়েবডেস্ক: একেই বলে ভাগ্য! জঙ্গল সাফারিতে ফেরার পথে পর্যটকদের গাড়ির সামনে হাজির সোনালি বাঘ। যা অত্যন্ত বিরল ঘটনা। বছরে হাতে গুনে দু'-একবার বিরল প্রজাতির সোনালি বাঘের দেখা মেলে। অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বছর শেষে দেখা মিলল বিরল সোনালি বাঘের। যার দেখা পাওয়া মাত্র উচ্ছ্বসিত পর্যটকরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার বিকেলে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের কোহরা রেঞ্জে জঙ্গল সাফারিতে গিয়েছিল পর্যটকদের একটি দল। সেখান থেকে ফেরার পথে পর্যটকদের গাড়ির সামনে দিয়ে হেঁটে যায় একটি গোল্ডেন টাইগার বা সোনালি বাঘ। হেঁটে যাওয়ার সময় পর্যটকদের দিকে একবার ফিরেও তাকায় সেটি। এত কাছ থেকে সোনালি বাঘের দেখা পাওয়ায়, যারপরনাই খুশি তাঁরা। সোনালি বাঘের হাঁটাচলা, ফিরে তাকানোর ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, গোটা বিশ্বে বর্তমানে গোল্ডেন টাইগার বা সোনালি বাঘের সংখ্যা দশ হাজার। যার মধ্যে একটির দেখা পাওয়া গিয়েছে গতকাল। অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে চারটি সোনালি বাঘ রয়েছে। চলতি বছরে জানুয়ারি মাসে একটি সোনালি বাঘের দেখা পাওয়া গিয়েছিল। তার আগে ২০১৯ সালে গোল্ডেন টাইগার দেখা গিয়েছিল কাজিরাঙ্গায়।
কেন এই প্রজাতির বাঘের গায়ের রং সোনালি হয়? বিশেষজ্ঞরা জানিয়েছেন, জেনেটিক পরিবর্তনের কারণে এই প্রজাতির বাঘের গায়ে কালো দাগ থাকে না। কমলা রঙটাও কিছু সময়ের পর ফ্যাকাশে হয়ে যায়। তাই সোনালি রঙের দেখতে লাগে এই ধরনের বাঘকে।
