আজকাল ওয়েবডেস্ক: পারথ টেস্ট জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে যশপ্রীত বুমরা এবং যশস্বী জয়েসওয়ালের। তবে কম যান না বিরাট কোহলি। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টেই ছন্দে ফেরেন। শতরান করে সমালোচকদের মুখ বন্ধ করে দেন। একদিন পরই শুরু অ্যাডিলেড টেস্ট। তবে অস্ট্রেলিয়ার তারকা স্পিনার দাবি করছেন, শুধুমাত্র যশপ্রীত বুমরা এবং বিরাট কোহলিকে নিয়ে ভাবছে না তাঁরা। দুই তারকার বিশ্বমানের ক্লাসের কথা মেনে নিলেও, ন্যাথান লিয়ন ভারতীয় দলের প্রতিভা এবং গভীরতার উল্লেখ করেন। জানান, দলের সব প্লেয়ারের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে। লিয়ন বলেন, 'ভারতীয় টিমে একদল সুপারস্টার আছে। ক্রিকেট টিমগেম। জয়ের জন্য গোটা দলকে ভাল খেলতে হয়। ভারতীয় দলে বুমরা এবং অন্যান্য তারকারা আছে। তবে শুধু সুপারস্টারদের নিয়ে ভাবলে চলবে না। দলের বাকিরাও প্রতিভাবান। অসাধারণ দল। আমরা নির্দিষ্ট একজনের ওপর ফোকাস করেছি না। শুক্রবার যারা নামবে, তাঁদের প্রত্যেককে আমরা সম্মান করি। তারমানে এই নয় যে আমরা লড়াই করব না। আমরাও নিজেদের ব্র্যান্ড অফ ক্রিকেট খেলব। বিশ্বের সেরা দলগুলোর অন্যতম ভারত।'
পারথে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়। টেস্টে ৫৩৬ উইকেটের মালিককে না খেলানোর সিদ্ধান্তকে সমর্থন করেন না অজি স্পিনার। লিয়ন বলেন, 'এই বিষয়টা অবশ্যই আমাকে অবাক করেছে। তবে যারা সুযোগ পেয়েছে, তাঁরা সবাই ভাল ক্রিকেটার। অশ্বিনের ৫৩০ উইকেটের বেশি রয়েছে, জাদেজার সংগ্রহ ৩০০ উইকেটেরও বেশি। সুতরাং, রিজার্ভ বেঞ্চে এই মানের ক্রিকেটারকে দেখে অবাক লাগে। তবে এটা আমার হাতে নেই। কিন্তু যেই খেলুক না কেন, চ্যালেঞ্জ আসবে।' শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু হবে গোলাপী বলের টেস্ট। দলে ফিরবেন রোহিত শর্মা এবং শুভমন গিল। বাদ পড়বেন দেবদত্ত পাড়িক্কেল এবং ধ্রুব জুরেল। বোলিং বিভাগে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। এক স্পিনার নিয়েই খেলতে পারে টিম ইন্ডিয়া।
