আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি অস্ট্রেলিয়া ক্রিকেটার জশ হ্যাজলেউড দাবি করেছিলেন, পারথ টেস্টে হারের পর এতটা ভেঙে পড়ার কিছু নেই। ড্রেসিংরুমের পরিবেশ একেবারে চাঙ্গা। সিরিজে ফের ফিরে আসব আমরা। কোনও বিতর্ক নেই। আর এরপরই সানি গাভাসকার বলেছিলেন, এসব কথা বলে লাভ নেই। যথেষ্ট চাপে রয়েছে অসিরা। ব্যাটসম্যানরা রান করতে পারছে না।
এটা ঘটনা সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়া বড় বড় কথা বলেছিল। কিন্তু এখন তারাই চুপ। সানি বলেছিলেন, ‘হ্যাজলেউড নিজেই তো দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছে। সম্ভবত সিরিজের আর নেই এই পেসার। সবচেয়ে অবাক হলাম সাংবাদিক সম্মেলনে এটা নিয়ে কেউ কথা তুলল না। এটাই রহস্য। এটা আগে ভারতীয় ক্রিকেটে ছিল। এখন অস্ট্রেলিয়ার ক্রিকেটেও হয়েছে। দেখে বেশ ভাল লাগছে।’ যদিও গাভাসকারের এই দাবি মানতে রাজি নন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার রায়ান হ্যারিস। তিনি বলেছেন, ‘এটা নিয়ে এত ভাবার দরকার নেই। আবর্জনায় ছুঁড়ে ফেলা দরকার। শুনলাম সানি গাভাসকার কিছু দাবি করেছেন। কিন্তু সবটাই বাজে কথা। অস্ট্রেলিয়ায় এরকম কোনওদিন কিছু হয়নি। এগুলো ভারতে হয়। সেখানে গিয়ে দেখেছি।’ এরপরই তাঁর সংযোজন, ‘হ্যাজলেউডের চোট নিয়ে রাজনীতির কিছু নেই। অসি মিডিয়াকে চিনি ও জানি। পারথ টেস্টে অসিরা ভাল খেলতে পারেনি এটাই আসল কথা। ভারত সব বিভাগেই ভাল খেলেছে।’
