আজকাল ওয়েবডেস্ক: স্বাস্থ্যসাথী প্রকল্পে আরও কড়া রাজ্য সরকার। রোগী ভর্তি হওয়া থেকে শুরু করে চিকিৎসাপ্রদান এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছুটি পাওয়া প্রতিটি বিষয়ে ছবি এবং ভিডিও পাঠাতে হবে স্বাস্থয ভবনে। এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।
নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি হাসপাতালগুলিকে সব রোগীর ছবি এবং ভিডিও তুলতে হবে। সেটা হবে চিকিৎসার পর ছুটির সময়। সেই সব ছবি এবং ভিডিও অ্যাপের মাধ্যমে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে ছবি এবং ভিডিও দিতে হবে রোগী ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে। রোগী হাসপাতালেই আছেন তা নিশ্চিত করতে তার জিপিএস লোকেশন দিতে হবে নির্দিষ্ট সার্ভারে। জিপিএস চালু করে রোগীর পরীক্ষা শুরু হলেই অ্যাপ চালু করতে হবে। এবং সব হয়ে গেলে অ্যাপ বন্ধ করতে হবে।
হাসপাতালগুলি যে কোনও অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে অ্যাপটি ব্যবহার করতে পারবে। তবে, হাসপাতালের ৫০ মিটারের পরিধির বাইরে অ্যাপটি কাজ করবে না। অ্যাপে নির্ভুল তথ্য দিতে হবে। হাসপাতাল প্রদত্ত তথ্যে কোনও বুল থাকলে তা পরিবর্তন করা যাবে না। তথ্যে ভুল থাকলে সরকারের তরফে টাকা দেওয়া হবে না। প্রতিদিন প্রায় দু’লক্ষ নথি যাচাই করতে হয় স্বাস্থ্যসাথী প্রকল্পে। নথি যাচাই করতে কৃত্রিম মেধার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) ব্যবহার শুরু করেছে স্বাস্থ্য দফতর। এ ক্ষেত্রেও রোগীর তথ্য যাচাই করা হবে কৃত্রিম মেধার মাধ্যমে।
স্বাস্থ্যসাথী প্রকল্পে গরমিল ধরতে হাসপাতালে আচমকা পরিদর্শন করা এবং ফোন করে রোগীর থেকে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। তাতেই বিভিন্ন ভুয়ো নথির ঘটনা সামনে এসেছে। তা রুখতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহারের কথা বিধানসভার প্রশ্নেত্তর পর্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখেও শোনা গিয়েছিল।
