আজকাল ওয়েবডেস্ক: পোষ্য বিড়ালকে খুন করার অভিযোগ উঠেছিল ২৬ বছর বয়সি তরুণীর বিরুদ্ধে। এখানেই শেষ নয়। পোষ্য বিড়ালকে মেরে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খায় সে। ঘটনাস্থলে পৌঁছেই এমন বীভৎস দৃশ্য দেখে আঁতকে উঠেছিল পুলিশ। সেই ঘটনায় এবার তরুণীকে কড়া সাজার নির্দেশ আদালতের। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত তরুণী আলেক্সিস ফারেল সম্প্রতি দোষী সাব্যস্ত হয়েছে। আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে ৯১১ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখে, তরুণীর দাঁতে, মুখে ছোপ ছোপ রক্ত। হাতে, পায়েও রক্তের দাগ। ঘরটিও ভেসে যাচ্ছিল রক্তে। সে সময় তরুণীর হাতে ছিল মৃত পোষ্য বিড়ল। পোষ্যকে মেরে, সেটির মাংস চিবিয়ে খাচ্ছিল তরুণী। 

পুলিশ সূত্রে খবর, তরুণীকে গ্রেপ্তার করার পর সম্প্রতি তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত তরুণীকে একবছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। মামলার শুনানি চলাকালীন বিচারপতি এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এমন নৃশংস ঘটনায় শিউরে উঠেছেন বিচারপতিও। 

তরুণীর এই কীর্তির কাহিনি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। জানা গিয়েছে, তরুণী মাদকাসক্ত ছিল। নেশাগ্রস্ত অবস্থায় এর আগে চুরির ঘটনায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।