আজকাল ওয়েবডেস্ক:  ফের সংবাদ শিরোনামে বাবা রামদেব। প্রতিবারই কিছু না কিছু অদ্ভুতূড়ে ঘটনার কথা বলে সামনে আসেন তিনি। এবার গাধার দুধ খাচ্ছেন যোগগুরু। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।  

 

 

শুধু খাচ্ছেন এমনই নয়, সামনে আসা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গাধার দুধ খাওয়ার উপকারিতা সাধারণ মানুষকে বোঝাচ্ছেন তিনি। তাঁকে এও বলতে শোনা যায়, জীবনে প্রথমবারের জন্য এই দুধ খাচ্ছেন রামদেব। গাধার দুধ খেতে খুবই সুস্বাদু। যোগগুরু এরপরই বলতে শুরু করেন, এই দুধ খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। হাড়ের ক্ষয় প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। মানুষ সাধারণত গরু, মোষের দুধ সবচেয়ে বেশি খান। ছাগলের দুধও খান অনেকে। কিন্তু গাধার দুধ কেউ খান না। এতে তাদেরই লোকসান হয়। এই দুধ সুপার টনিক হিসাবে কাজ করে। শুধু তাই নয়, পাশাপাশি স্বাস্থ্য এবং সৌন্দর্যের জন্যও দারুণ কাজ দেবে গাধার দুধ।

 

 

গাধার দুধের উপকারিতা বোঝাতে গিয়ে তিনি উল্লেখ করেন মিশরের রাণী ক্লিওপেট্রার কথা। প্রসঙ্গত, ক্লিওপেট্রা ৫১ খ্রিষ্ট পূর্বাব্দ থেকে ৩০ খ্রিষ্ট পূর্বাব্দ পর্যন্ত মিশরে রাজত্ব করেছিলেন। অপরূপ সৌন্দর্যের জন্য তিনি বিখ্যাত ছিলেন। সেই তিনিও নাকি গাধার দুধ দিয়ে তৈরি কসমেটিক ব্যবহার করতেন। এমনকি স্নানের জলেও মেশাতেন গাধার  দুধ।

 

 

বাজারমূল্য অনুযায়ী, গাধার দুধের দাম বেশ ব্যয়বহুল। গরুর দুধ যেখানে এক লিটার পিছু ৬৫ টাকা মূল্যে বিক্রি করা হয় সেখানে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা লিটার গাধার দাম। তবে যোগগুরু এসব জানালেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডাক্তারের পরামর্শ ছাড়া এই দুধ খাওয়া উচিত নয়। কারণ গাধার দুধ বাকিদের মতো সহজপাচ্য নয়।