আজকাল ওয়েবডেস্ক: নিজেদের অভিবাসন নীতি পরিবর্তন করল কানাডা। বেশ কয়েকটি নতুন শর্ত দিয়েছে কানাডা সরকার। ফলে কানাডার বসবাসকারী প্রচুর অস্থায়ী কর্মী এবং পড়ুয়ারা সমস্যায় পড়তে পারেন। এদের মধ্যে বেশিরভাগই ভারতীয় রয়েছেন। কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার জানিয়েছেন ট্রুডো সরকার তাদের যেমন নির্দেশ দিয়েছেন তারা সেইমতো কাজ করছেন। কানাডার নতুন অভিবাসন নীতি তারই প্রধান অঙ্গ।
নতুন এই নিয়মের ফলে কানাডার বসবাসকারী ভারতীয়রা নতুন করে সমস্যায় পড়তে পারেন বলেই মনে করা হচ্ছে। এদের মধ্যে বেশিরভাগই অস্থায়ী কর্মী এবং পড়ুয়া। জানা গিয়েছে আগামী বছরেই প্রায় ৫ মিলিয়ন অস্থায়ী পারমিটের সময়সীমা শেষ হতে চলেছে। এগুলি যদি ফের একবার পুর্ননবিকরণ না করা হয় তাহলে এরা সকলেই সমস্যায় পড়বেন। যদি এবিষয়ে কানাডা সরকার নিজের সিদ্ধান্তে অটল থাকে তাহলে সেখান থেকে প্রচুর ভারতীয়কে নিজেদের দেশে ফিরতে হবে।
জানা গিয়েছে প্রায় ৭ লক্ষ ৬৬ হাজার পড়ুয়া সেখানে রয়েছেন। এদের সকলেরই সময়সীমা শেষ হয়ে যাবে দ্রুত। এরা সকলেই বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে সেখানে রয়েছেন। তাই মাঝপথে তারা সেখান থেকে চলে আসতেও পারবেন না। তবে তাদের যদি সেখানে থেকেই পড়া চালিয়ে যেতে হয় তাহলে অবিলম্বে কানাডা সরকারকে এবিষয়ে চিন্তাভাবনা করতে হবে।
নতুন নিয়ম অনুসারে বিদেশ থেকে আসা প্রতি ব্যক্তিকে প্রতি তিনমাস অন্তর নিজেদেরকে আপডেট করতে হবে। যদি সেখানে কোনও খামতি থাকে তাহলে সেখানে কানাডা সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে। কানাডাতে ১.৬ মিলিয়ন ভারতীয় রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক ভিসা নিয়ে সেখানে রয়েছেন। তবে তারা যদি নিজেদের ভিসা আপডেট করতে না পারেন তাহলে আগামীদিনে কাজের ক্ষেত্রে তাদেরও সমস্যা হবে বলেই মনে করা হচ্ছে।
