রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ০৪ ডিসেম্বর ২০২৪ ০৯ : ২২Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার সকাল থেকেই শোরগোল পড়ে গিয়েছিল টলিপাড়ার অন্দরে। শোনা গিয়েছিল, আসন্ন অস্কারে নাকি মনোনয়ন পেয়েছেন ইমন চক্রবর্তী এবং সুরকার বিক্রম ঘোষ। শোনা গিয়েছিল, অস্কার মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় ৮৯টি গানের মধ্যে রয়েছে সঙ্গীত পরিচালক সায়নের সুরে তৈরি 'ইতি মা' গান। ইন্দিরা ধর মুখার্জি পরিচালিত ছবি ‘পুতুল’-এর এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। শিশু দিবসের উপলক্ষে এই গান মুক্তি পেয়েছিল ১৪ নভেম্বর। এর পাশাপাশি এই তালিকায় জায়গা করে নিয়েছিল 'ব্যান্ড অফ মহারাজা' ছবির নিয়েছিল বিক্রম ঘোষের সুরে 'ইশক ওয়ালা ডাকু' গানটি। স্বভাবতই, সমাজমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে এই দুই নিজেদের আনন্দ ব্যক্ত করেন এই দুই বাঙালি শিল্পী। এবার তাঁদের এই ' অস্কার মনোনয়ন' নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন জনপ্রিয় বাঙালি পরিচালক সুমন ঘোষ!
সমাজমাধ্যমে ছোট্ট একটি লেখা লিখেছেন 'কাবুলীওয়ালা' ছবির পরিচালক। লেখা ছোট্ট হলেও প্রশ্নটি তাঁর সরাসরি- "আদৌ কি অস্কারে মনোনয়ন পেয়েছে এই দুটো গান? আমরা কি নিশ্চিত এই ব্যাপারে? এই দুটো গান তো সবে ঝাড়াই-বাছাইপর্বে রয়েছে! এটুকুই। এখনও মনোনয়ন পায়নি। এমনি মনোনয়ন পর্বের ভোটাভুটিও শুরু হয়নি। শর্টলিস্ট তো ঘোষণা হবে ১৭ ডিসেম্বর। তবে হ্যাঁ, ইমন ও বিক্রমদার কাজ যদি মনোনয়ন পায় অস্কারে খুব খুশি হব। কারণ আমি ইমনের গানের ভক্ত এবং বিক্রমদা আমার সহকর্মী।" এই মন্তব্য করার পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যমদের খোঁচাও দিয়েছেন খবর যাচাই করার প্রক্রিয়া নিয়ে।
সুমন ঘোষের এহেন পোস্টের পরেই মুখ খুলেছেন বিক্রম। আজকাল ডট ইন-কে বললেন, "এটা ঠিকই যে আমার গান এখনও অস্কার মনোনয়ন পায়নি। বাছাইপর্বে রয়েছে। কিন্তু ভুললে চলবে না আমার গান রয়েছে অস্কারের মনোনয়ন পাওয়ার অ্যাডভান্সড লিস্টে!
একটু ভাল করে দেখলেই বোঝা যাবে এই গান ৬-৭ হাজার গানের মধ্যে থেকে বাছাই করে ৮৯টি গানের মধ্যে বিবেচিত হয়েছে। আর কে কে নেই এই তালিকায়? এলটন জন যেমন আছেন, তেমন 'ডিউন'-এর মতো ছবির গানও! তাহলেই বলুন, এটা কি ছোটখাটো ব্যপার?আমার গান যদি এঁদের গানের সঙ্গে এক তালিকায় জায়গা করে নিয়ে থাকে তাহলে তার তো একটা গুরুত্ব আছে! আর হ্যাঁ, এই বিভাগটি সুরকারদের। এটা সুমন ঠিক বলেছে। ইমন খুবই দারুণ গেয়েছেন, ভাল গান। কিন্তু উনি এই বাছাইপর্বে নেই। একটা উদাহরণ দিলে বোঝাতে সহজ হবে। 'জয় হো' গানটির জন্য কি সুখবিন্দর সিং মনোনয়ন পেয়েছিলেন না কি এআর রহমান? অস্কারটা কে পেয়েছিল রহমান না সুখবিন্দর? আবার বলছি, সুমনের এ কথা ঠিক যে আমার গান এখনও অস্কার মনোনয়নে জায়গা করে নেয়নি। কিন্তু এটাও তো ঠিক এই পর্ব থেকেই অস্কার মনোনয়নের জন্য গান বাছাই করা হবে। এই জায়গাতেও কটা লোক পৌঁছতে পারেন? হলিউডের বড় বড় ছবির সুর, গান পৌঁছতে পারেনি...সেখানে আমাদের একটা এই ছোট কাজ পেরেছে! কিন্তু ওই যে, হিংসুটে বাঙালি... "
যোগাযোগ করা হয়েছিল ইমন চক্রবর্তীর সঙ্গেও।সুমন ঘোষের পোস্টের জবাবে খানিক কটাক্ষের সুরেই আজকাল ডট ইন-কে ইমনের টেক্সট, "বাহ্! এই না হলে বাঙালি। অবাক হচ্ছিলাম কেউ এখনও কিছু বলছে না কেন? এই তো এবার বললেন!"
নানান খবর
নানান খবর

ঊষসীকে নিয়ে গোপন কথা ফাঁস সুস্মিতের! লজ্জায় মুখ ঢাকলেন নায়িকা, কী চলছে 'গৃহপ্রবেশ'-এর ফ্লোরের আড়ালে?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?