সংবাদ সংস্থা মুম্বই: জমে উঠেছে ‘বিগ বস ১৮’-এর ঘরের অন্দর। পাশাপাশি শো-এর মঞ্চেও দাপিয়ে বেড়াচ্ছেন সঞ্চালক সলমন খান। এবার এই জনপ্রিয় ও বিতর্কিত শো-কে আরও টানটান করতে নির্মাতারা তাতে হাজির করতে চলেছেন পরিচালক অনুরাগ কাশ্যপকে!
অনুরাগ কাশ্যপ মানেই সোজাসাপ্টা, কাটা-কাটা কথাবার্তা। শিল্পীর আপোষহীন মেজাজ নিয়ে নানা ঘটনার গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলিপাড়ায়। যার মধ্যে কয়েকটির সম্পর্কে ওয়াকিবহাল সাধারণ মানুষও। এহেন অনুরাগ-ই বিশেষ অতিথি হিসাবে আসছেন বিগ বস-এ। ঘরের মধ্যে ঢুকে প্রতিযোগীদের সঙ্গে কথা তো তিনি বলবেনই, একইসঙ্গে প্রত্যেককে আলাদা আলাদা করে অনুরাগীয় ছন্দে কখনও তাঁদের শাসন করবেন, কখনও বা শেখাবেন সহবৎ। বিগ বস-এর ঘরের অন্দরের অনুরাগের উপস্থিতি টাটকা হাওয়ার আমেজ নিয়ে আসবে, পাশাপাশি খানিক তপ্ত-ও করবে পরিবেশ, আশা অনুরাগীদের।
সূত্রের খবর, মঙ্গলবারই বিগ বসের ঘরে শুটিং সারা হয়ে গিয়েছে অনুরাগের এই পর্ব। আগামী বুধবার অর্থাৎ ৪ ডিসেম্বর তা সম্প্রচারিত হবে। এই শো-এর প্রত্যেক প্রতিযোগী যেখানে জেতার জন্য নানা প্যাঁচ কষছে, সেখানে অনুরাগের হঠাৎ উপস্থিতি যে তাঁদের সমস্ত পরিকল্পনাকে ওলটপালট করে দেবে তাতে সন্দেহ নেই। অবশ্য শেষমেশ কী হবে তা জানানর জন্য বুধবারের বিগ বস পর্ব দেখা ছাড়া উপায় নেই
