আজকাল ওয়েবডেস্ক: ১৯৯২ সালের ৩ ডিসেম্বর। ইংল্যান্ডের বার্কশায়ারের এক ইঞ্জিনিয়ার লিখলেন দু’টি শব্দ। সে দিনই ইতিহাসের খাতায় নাম লিখিয়ে ফেলেছিল ওই বার্তা। কারণ সেটিই ছিল প্রযুক্তির ইতিহাসে মোবাইল ফোনে পাঠানো প্রথম ‘টেক্সট মেসেজ’। পরে এর নাম হয় এসএমএস (শর্ট মেসেজ সার্ভিস)।  ২০২৪ সালের ৩ ডিসেম্বর ৩২ বছর পূর্ণ করল ইতিহাসের সেই দিন।

ভোডাফোনের ইঞ্জিনিয়ার নীল প্যাপোর্থ তাঁর বস রিচার্ড জার্ভিসকে পাঠিয়েছিলেন ওই বার্তা। লিখেছিলেন ‘মেরি ক্রিসমাস’। রিচার্ড সেই সময় বড়দিনের পার্টিতে ব্যস্ত থাকায় নীলের সেই বার্তার উত্তর দিতে পারেননি। এক সাক্ষাৎকারে নীল জানিয়েছিলেন, তখনও তিনি বুঝতে পারেননি যে, ভবিষ্যতে এই বার্তা পাঠানোই মোবাইল পরিষেবার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।

আবির্ভাবের এক বছর পর অর্থাৎ ১৯৯৩ সালে মোবাইল প্রস্তুতকারী সংস্থা এসএমএস পরিষেবা চালু করে। প্রথম মেসেজ পাঠানোর প্রায় ৭ বছর পর ১৯৯ সাল নাগাদ জনপ্রিয়তা পায় এসএমএস।