আজকাল ওয়েবডেস্ক: রোজকার জীবনে বিরক্ত হয়ে পড়েছিলেন। একঘেয়েমি কাটাতে কী করবেন তা ঠিক করে উঠতে পারছিলেন না। নতুন কিছুর চেষ্টা করতে গিয়ে নিজের নামেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ফেললেন যুবক।
চিনের সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, গত ১১ নভেম্বর সমাজমাধ্যমের পাতায় নিজের নামে মিথ্যা গ্রেফতারি পরোয়ানা জারি করে নজর কাড়েন উত্তর চিনের বাসিন্দা এক যুবক। অপরাধীর খোঁজ চাই’ বিজ্ঞাপন দিয়ে লিখে দেন যে, অপরাধীকে ধরিয়ে দিলে মিলবে পুরস্কারও। এই কাজ করতে চিনের এক খ্যাতনামী অভিনেতা এবং নৃত্যশিল্পী ওয়াং ইবোর নাম বেছে নেন তিনি।
ওই বিজ্ঞাপনে যুবক আরও দাবি করেন, ১০ নভেম্বর একটি সংস্থা থেকে তিনি একটি সংস্থা থেকে সাড়ে কোটি ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫ কোটি) আদায় করেছেন। এ ছাড়াও তাঁর কাছে একটি মেশিনগান আছে। যেটির মধ্যে ৫০০ রাউন্ড গুলি রয়েছে। বিজ্ঞাপনে আরও লেখা ছিল যে, অপরাধীকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারলেই ৩০ হাজার ইউয়ান (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা) পুরস্কার দেওয়া হবে।
সমাজমাধ্যমে এই পরোয়ানা দেখে যুবককে আটক করে স্থানীয় পুলিশ। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে, জীবনের একঘেয়েমি কাটাতে নিজের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন যুবক। মিথ্যা খবর ছড়ানোর জন্য ওই যুবককে আটক করেছে পুলিশ।
