আজকাল ওয়েবডেস্ক: ঝিরিঝিরি করে পড়ছে বৃষ্টি। এর মধ্যেই ক্যালকাটা বয়েজ স্কুলে ‘গ্র্যান্ড উইন্টার কার্নিভাল ২০২৪’ পালিত হয়ে গেল ধুমধাম করে। দায়িত্বে ছিলেন স্কুলের অধ্যক্ষ এবং সচিব রাজা ম্যাগি। আয়োজন করা হয়েছিল এক কার্নিভালের। তার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক নৈনা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন ড. মারিয়া ফার্নান্ডেস -সহ আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ। 

 

 

 

স্কুলের সমস্ত শাখা নিজেদের স্টল দেয়। স্কুলের মাঠ ভরে উঠেছিল ক্রিসমাসের সাজে। চারিদিকে ছড়িয়ে লাল, সাদা এবং সবুজ রঙের মেলা। যে কোনও অনুষ্ঠানেই খাবার থাকে। এই অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হয়নি। খাবারের স্টলের সঙ্গে ছিল রোমাঞ্চকর রাইড, খেলাধুলার বাবা ব্যবস্থা। সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে পুরো কার্নিভাল আরও আকর্ষণীয় এবং উপভোগ্য হয়ে উঠেছিল। বৃষ্টির মধ্যেও মানুষের উৎসাহ ছিল দেখার মতো। ভিড়ের মধ্যেও শিশু ও অভিভাবকদের মুখে ছিল উচ্ছ্বাস আর আনন্দ। সেখানে উপস্থিত অভিভাবকেরা জানিয়েছেন, ‘গ্র্যান্ড উইন্টার কার্নিভাল ২০২৪’ এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে রইল।