শনিবার ১৮ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

These banks are bringing changes to their credit card policies

বাণিজ্য | ডিসেম্বর থেকে ক্রেডিট কার্ডের নীতিতে পরিবর্তন আনছে এই সব ব্যাঙ্ক, কী লাভ হবে আপনার, জেনে নিন

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: AD ০৩ ডিসেম্বর ২০২৪ ১৩ : ৩৮Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: বছরের শেষ মাসে ক্রেডিট কার্ডের নীতিতে পরিবর্তন আনছে স্টেট ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক-সহ বেশ কিছু ব্যাঙ্ক। এর ফলে গ্রাহকদের ক্রেডিট কার্ড ব্যবহারে কী সুবিধা হবে, কী-ই বা অসুবিধা আসুন দেখে নেওয়া যাক।

ইয়েস ব্যাঙ্ক
এই ব্যাঙ্কের মার্কি ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এক ক্যালেন্ডার মাসে বিমান টিকিট এবং অন্যান্য কেনাকাটায় ৭০ শতাংশ অথবা তিন লক্ষ রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করতে পারবেন। রিজার্ভ ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ক্ষেত্রে সেই সংখ্যাটা দুই লক্ষ। অন্যান্য কার্ড ব্যবহারকারীদের সেই সংখ্যাটা এক লক্ষ।

অ্যাক্সিস ব্যাঙ্ক
ব্যাঙ্ক তার এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের শর্তাবলীতে পরিবর্তন এনেছে। অ্যাটলাস, অ্যাক্সিস রিজার্ভ ক্রেডিট কার্ড, অলিম্পাস ক্রেডিট কার্ডের চার্জে সংশোধন করা হয়েছে। এয়ারটেল অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা রিচার্জ এবং বিলের টাকা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মাধ্যমে দিলে ২৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন।
এছাড়াও কার্ডে সুদের হার বৃদ্ধি পেয়ে হচ্ছে ৩.৫৭ শতাংশ। চেক ফেরত ছাড়াও বেশ কিছু পরিষেবার ফি ৪৫০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে ৫০০ টাকা। ক্রেডিট কার্ডের ধারের টাকার নূন্যতম অংশটুকু সময় মতো না দিলে ১০০ টাকা ফাইন ধার্য করা হবে বলে জানানো হয়েছে। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)
১ ডিসেম্বর থেকে এসবিআইয়ের ক্রেডিট কার্ডে মোবাইল বিল, বিমার টাকা, বিদ্যুতের বিলের টাকা প্রদানের পরিমাণ যদি ৫০ হাজার ছাড়িয়ে যায় সে ক্ষেত্রে ব্যবহারকারীদের অতিরিক্ত ১ শতাংশ ফি দিতে হবে।


#Creditcard#sbi#axisbank#statebankofindia#yesbank



বিশেষ খবর

নানান খবর





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24