আজকাল ওয়েবডেস্ক: অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ২-০ গোলে হারতে হল ম্যাঞ্চেস্টার সিটিকে। লিভারপুলের সমর্থকরাই গান ধরলেন, ''কাল সকালেই তোমাকে বরখাস্ত করা হবে…।'' 

ম্যান সিটির কোচ পেপ গুয়ার্দিওলার দিকেই ধেয়ে এল এমন গান আর স্লোগান। পেপ হাসলেন প্রথমে, তার পরে গ্যালারির দিকে ছয় আঙুল দেখিয়ে  বোঝাতে চাইলেন, ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ছ'টি প্রিমিয়ার লিগ খেতাব তিনি জিতেছেন। 

গুয়ার্দিওলার এই ছয় আঙুল দেখানোর ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 
ম্যাঞ্চেস্টার সিটিকে হারানোর ফলে লিভারপুল অনেকটাই এগিয়ে গিয়েছে। ১৩ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট লিভারপুলের। ম্যান সিটি পাঁচ নম্বরে। সম সংখ্যক ম্যাচ থেকে ম্যাঞ্চেস্টার সিটির সংগ্রহ ২৩ পয়েন্ট। 

এই মুহূর্তে গুয়ার্দিওলাকে বরখাস্ত করবে না ম্যান সিটি। অ্যানফিল্ডে দর্শকদের এমন আচরণে তিনি বিস্মিত। গুয়ার্দিওলা বলেছেন, ''যে স্টেডিয়ামেই খেলতে যাই, সবাই চায় আমাকে বরখাস্ত করা হোক। কিন্তু আমি এখনও দায়িত্বে আছি, কারণ ছ'টি প্রিমিয়ার লিগ খেতাব আমার ঝুলিতে। অ্যানফিল্ডে ২-০ হওয়ার পর দর্শকরা এরকম করেছে।'' 

দলের খারাপ সময়কে আড়াল করার চেষ্টা করেননি গুয়ার্দিওলা। ফুটবলাররা চোট আঘাতে জর্জরিত। টানা সাত ম্যাচে জয় নেই। পেপ বলেছেন, ''জিতলে আমরা হাসব, হারলে সমালোচনা হবে। এটাই নিয়ম।''