আজকাল ওয়েবডেস্ক: অশান্ত পদ্মাপার। ইসকনের সন্ন্যাসীর গ্রেপ্তারি এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের পর থেকে ফুটছে বাংলাদেশ। দিন যত এগোচ্ছে, অশান্তির মাত্রা ততই যেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষিতে ইস্টবেঙ্গল সমর্থকদের শিকড়ের কথা স্মরণ করিয়ে দিয়ে অশান্ত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিল ইস্টবেঙ্গল।
লাল-হলুদের দীর্ঘ ইতিহাস মনে করিয়ে করিয়ে দিয়ে সচিব রূপক সাহা এদিন সাংবাদিক বৈঠকে বলেন, ''বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার আমাদের ক্লাবের সমর্থকদের গভীরভাবে প্রভাবিত করেছে। আমাদের সমর্থকদের অধিকাংশেরই পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। তাদের কাছ থেকে আমরা প্রচুর ফোন এবং ই-মেইল পাচ্ছি, যেখানে তারা আমাদেরকে এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করার অনুরোধ জানিয়েছেন।''
বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মহল। ব্রিটিশ পার্লামেন্টেও উত্থাপ্পন করা হয় এই প্রসঙ্গে। ইস্টবেঙ্গল ক্লাবের তরফে রূপক সাহা এদিন বলেন, ''আমরা সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই যে তারা যেন দয়া করে এই সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং সীমান্তের ওপারে শান্তি স্থাপন করার দিশা দেখান।''
