আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের ২৪টি মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে রোগীকল্যাণ সমিতিতে জনপ্রতিনিধিদের নাম ঘোষণা করল স্বাস্থ্য দপ্তর। নতুন এই তালিকা অনুযায়ী কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস মেডিক্যাল কলেজ এবং আরজি কর মেডিক্যাল কলেজের থেকে বাদ দেওয়া হয়েছে ডাঃ সুদীপ্ত রায় ও ডাঃ শান্তনু সেনকে। তাঁদের জায়গায় এসেছেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা, বিধায়ক অতীন ঘোষ ও সুপ্তি পাণ্ডে।
আরজি কর কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের হাসপাতালগুলির রোগীকল্যাণ সমিতি ভেঙে দেন। এই সমিতির চেয়ারম্যান বা মাথায় ছিলেন শাসকদলের স্থানীয় বিধায়ক প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলেজের অধ্যক্ষরা গোটা দায়িত্ব সামাল দেন। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর রোগী কল্যাণ সমিতির বিরুদ্ধেও অভিযোগ ওঠে হাসপাতাল সম্পর্কে সঠিকভাবে খোঁজখবর না রাখার।
আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন ডাঃ সুদীপ্ত রায়। একইসঙ্গে তিনি কলকাতা মেডিক্যাল কলেজ হসপিটালেও রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ছিলেন। সোমবার ২ ডিসেম্বর যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতিতে জনপ্রতিনিধি হিসেবে এসেছেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা। অন্যদিকে বিধায়ক অতীন ঘোষকে অন্তর্ভুক্ত করা হয়েছে আরজি কর-এর রোগী কল্যাণ সমিতিতে জনপ্রতিনিধি হিসেবে। এনআরএস রোগী কল্যাণ সমিতিতে ছিলেন প্রাক্তন সাংসদ ডাঃ শান্তনু সেন। নতুন এই তালিকা অনুযায়ী এই মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতিতে জন প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মানিকতলার বিধায়ক সুপ্তি পাণ্ডেকে।
