আজকাল ওয়েবডেস্ক: গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিলেন গুজরাতের বিজেপি নেত্রী। রবিবার দুপুরে বাড়ি থেকেই ওই নেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। কী কারণে তিনি এই চরম পদক্ষেপ করলেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। মৃতদেহের কাছে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই বিজেপি নেত্রীর নাম দীপিকা পাটেল। তিনি গুজরাতের সুরতের ৩০ নম্বর ওয়ার্ডের মহিলা সংগঠনের সভাপতি ছিলেন। ডেপুটি কমিশনার বিজয়সিং গুর্জর বলেন, ''ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। নিজেকে শেষ করার আগে তিনি সহকর্মী চিরাগ সোলাঙ্কিকে ফোন করেন। চিরাগকে দীপিকা বলেন, তিনি খুব চিন্তায় রয়েছেন। নিজেকে শেষ করে দিতে চান। এই কথা শুনে দ্রুত দীপিকার বাড়ি পৌঁছন। কিন্তু তত ক্ষণে সব শেষ। ক্রমাগত দরজায় ধাক্কা মেরেও কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন চিরাগ। ''

 বিজয়সিং আরও বলেন, ''এই দুর্ভাগ্যজনক ঘটনার সময় ওই বিজেপি নেত্রীর স্বামী বাড়িতে ছিলেন না। তাঁর সন্তানরা শুধু বাড়িতে ছিলেন। চিরাগই দীপিকাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তে নিশ্চিত হওয়া গিয়েছে যে গলায় ফাঁস দেওয়ার কারণেই মৃত্যু হয়েছে দীপিকার। তাঁর মোবাইলটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।''