আজকাল ওয়েবডেস্ক: ট্রফি খরা কাটালেন পিভি সিন্ধু। সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে জিতলেন লক্ষ্য় সেনও।
দু'বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু চিনের খেলোয়াড় উ লুও ইউ-কে ২১-১৪,২১-১৬-এ হারিয়ে খেতাব জেতেন। এর আগে ২০১৭, ২০২২ সালে তিনি সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন।
পুরুষদের সিঙ্গলসের ফাইনালে লক্ষ্য সেন ২১-৬,২১-৭-এ হারান সিঙ্গাপুরের জিয়া হেং জ্যাসন টে-কে। দু'বছর পরে সিন্ধু ফের খেতাব জিতলেন। ২০২২ সালের জুলাই মাসে সিঙ্গপুর ওপেনে জিতেছিলেন সিন্ধু। তার পর দীর্ঘদিন কোনও টুর্নামেন্টে জয় লাভ করেননি হায়দরাবাদি তারকা। চলতি বছরের গোড়ার দিকে মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছিলেন সিন্ধু।
প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদকের ম্যাচে হার মানতে হয়েছিল লক্ষ্য সেনকে। এই জয় প্যারিসের হারের ক্ষতে প্রলেপ দেবে। এই জয় নতুন মরশুমে লক্ষ্যর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।
পিভি সিন্ধু, লক্ষ্য সেনের খেতাব জেতার দিনে ভারতের ডাবলস জুটি ত্রিসা জলি ও গায়ত্রী গোপীচাঁদও প্রথমবার সুপার ৩০০ খেতাব জিতলেন। ত্রিসা ও গায়ত্রী ২১-১৮,২১-১১-এ হারান চিনের বায়ো লিং জিং ও লি কিয়ানকে।
