বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

Know some practical facts about aids on World Aids Day 2024

লাইফস্টাইল | এইডস মানেই কি মৃত্যু? বিশ্ব এইআইভি দিবসে জানুন এই রোগ বিষয়ে বিস্তারিত কিছু পরামর্শ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০১ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০৩Moumita Ganguly


আজকাল ওয়েবডেস্কঃ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভি এক বার মানব শরীরে প্রবেশ করলে তা আক্রমণ করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ব্যবস্থাকে। এই ভাইরাস শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এমন ভাবে তছনছ করে দেয় যে, সামান্য অসুখও তখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যেতে পারে। এখনও পর্যন্ত এই রোগ সম্পূর্ণ ভাবে নিরাময় করার মতো কোনও ওষুধ বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা যায়নি। তবে নতুন ওষুধটি এডস প্রতিরোধ করতে পারলে তা চিকিৎসা ক্ষেত্রে একটি মাইলফলক হতে পারে বলেই মনে করা হচ্ছে‌। তুলনামূলক ভাবে কমবয়সিদের মধ্যেও এইচআইভি সংক্রমণ বেড়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। আর এতেই বেড়েছে উদ্বেগ। তবে জেলার স্বাস্থ্য কর্তাদের অবশ্য মত, পরীক্ষা হচ্ছে অনেক বেশি, তাই নতুন সংক্রমিতরা চিহ্নিতও হচ্ছেন। তাঁরা আরও জানাচ্ছেন, এইচআইভি সংক্রমিতদের চিহ্নিত করা না গেলে পরবর্তী সময়ে সংক্রমিতের সংখ্যা আরও বাড়তে থাকার আশঙ্কা থেকে যায়। 

এডস অসুখটা প্রাণঘাতী বটে, কিন্তু সকলের সচেতনতা আটকে দিতে পারে এডসের বাড়বাড়ন্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী প্রত্যেক বছর ২০ লক্ষ মানুষ নতুন করে এডসে আক্রান্ত হচ্ছেন। এদের মধ্যে ২ লক্ষ ৭০ হাজার শিশু। তাই সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে বিশ্ব এডস দিবস পালন করা হয়। আর এতে কাজও হয়েছে উল্লেখযোগ্য হারে। আমাদের দেশে প্রথম এইচআইভি রোগীর হদিস মেলে ১৯৮৬ সালে, চেন্নাইতে। যৌনকর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে এইচআইভি রোগী শনাক্ত করেন চিকিৎসকেরা। তার পর কয়েক বছরের মধ্যে হু হু করে ছড়িয়ে পড়ে এই মারণ রোগের সংক্রমণ।

এইচআইভি শরীরে প্রবেশ করার পর দুই থেকে ছয় সপ্তাহ কিছুই বোঝা যায় না। এরপর থেকে ভাইরাল ইনফেকশনের মতো জ্বর, সর্দি, মাথাব্যথার মতো উপসর্গ দেখা দেয়। সপ্তাহখানেক থেকে চলে যায়, আবার হয়। যে সব উপসর্গ দেখা দেয় অর্থাৎ গা ম্যাজমেজে ভাব, মাথাব্যথা-সহ গা-হাত-পায়ে ব্যথা, জ্বর, পেট খারাপ, বমি বা বমি বমি ভাব, গলা ব্যথা, শরীরের বিভিন্ন অংশে লাল লাল র‍্যাশ, লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি ফুলে যাওয়া ইত্যাদি।

রোগী যদি তাঁর জীবনযাত্রার কথা নিঃসঙ্কোচে চিকিত্সককে জানান তবে সহজে অসুখটা নির্ণয় করা যায়। পরিবারে কারও এই অসুখ থাকলে চিকিত্সককে তা জানানো উচিত। এই সময় থেকেই চিকিত্সকের পরামর্শে নির্দিষ্ট মাত্রায় অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ খাওয়া শুরু করা উচিত।
প্রথম পর্যায়ে রোগটা ধরা না পড়লে এইচআইভি ক্রমশ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করতে শুরু করে। এই সময়ে জ্বর আর জ্বর জ্বর ভাব ছাড়া বিশেষ কোনও উপসর্গ না থাকলেও রক্তপরীক্ষা করে রোগ নির্ণয় করা যায়। সঙ্গে কিছু ওষুধ খাওয়া ও রোজকার জীবনযাত্রায় কিছু রদবদল ঘটিয়ে ফেলতে পারলে সুস্থ থাকা যায়।

আবার চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, গর্ভাবস্থায় যদি ধরা পড়ে যে মা এইচআইভি পজিটিভ, তবে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়। গর্ভস্থ শিশুর এইচআইভি আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি। কিন্তু সেই পরীক্ষা না হলে স্তন্যপানের সময়ে সন্তানের এইচআইভি আক্রান্ত হওয়ার ঝুঁকি পাঁচ শতাংশ বেড়ে যায়। 

প্রতিটি ব্যক্তিকে সতর্ক থাকতে হবে। বর্তমানে এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসার জন্য অনেক রকম ওষুধ বেরিয়ে গেছে। যা কিন্তু এইচআইভি সংক্রমণ প্রতিরোধ করতে ১০০ শতাংশ কার্যকর। যদিও এর খরচ কিন্তু প্রচুর, অনেকের ক্ষেত্রে সেই খরচ বহন করা সম্ভব নয়।

এইচআইভি বা এইডস মারাত্মকভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটি প্রতিরোধ করতে সকলকে সতর্ক থাকতে হবে । নিরাপদ যৌন মিলন করতে হবে। সেই সঙ্গে সংক্রমিত রোগীর ব্যবহৃত ওষুধ, ইঞ্জেকশন যেন অন্য কেউই ব্যবহার না করেন। সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়াতে হবে। তাহলে কিন্তু এই রোগ থেকে দূরে থাকা যাবে।

এইচআইভি এইডসের সম্পূর্ণ নিরাময় এখনও আবিষ্কৃত হয়নি । যদিও এই ক্ষেত্রে নিরন্তর গবেষণা চলছে। তবুও একবার এই সংক্রমণে আক্রান্ত হলে পুরোপুরি পরিত্রাণ পাওয়া সম্ভব হয়নি । এমন পরিস্থিতিতে, সমস্ত শহর ও গ্রামাঞ্চলে এর কারণ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।




বিশেষ খবর

নানান খবর

Indian Navyday Day 2024 #IndianNavyDay #NavyDay #IndianNavy #Navy #IndianArmedForces

নানান খবর

ব্রেকফাস্টে ভেজানো চিয়া সিডে রুচি নেই? মাখানা দিয়ে তৈরি করুন এই সুস্বাদু পুডিং, জানুন সহজ রেসিপি...

শীঘ্রই মার্গী হচ্ছেন বুধ! ৪ রাশির কেরিয়ারে দারুণ উন্নতি, ফুলে ফেঁপে উঠবে টাকাপয়সা! কপাল খুলবে কাদের?...

দুর্মূল্যের বাজারে রোজই বেড়ে চলেছে সংসারের খরচ! কীভাবে সামলাবেন? জানুন সহজ টিপস...

ঘুমের মধ্যে অস্বস্তি? হৃদরোগের গোপন উপসর্গ নয় তো! বিপদ আসার আগে বুঝুন ...

প্রেগন্যান্ট নন কিন্তু দীর্ঘদিন পিরিয়ড বন্ধ, মেনোপজ নয় তো? হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনাই বা কতটা, জানুন আসল সত্যিটা...

শীত পড়তেই বার বার অসুস্থ হচ্ছেন? এই ৫ খাবারই বাড়াবে রোগপ্রতিরোধ ক্ষমতা, নিয়মিত খেলে থাকবেন চাঙ্গা...

ক্রমশ বাড়ছে যৌনতায় অনীহা? সম্পর্কে দূরত্ব বাড়ার আগে জানুন কোন ভিটামিনের ঘাটতিতে কমছে সঙ্গমের ইচ্ছে...

শুধু পেট সাফই নয়, মেদ ঝরাতে একাই একশো! নিয়মিত রাতে এক চামচ খেলে বশে থাকবে কোলেস্টেরল-সুগারও...

শীতের পার্টিতে আপনিই হবেন নজরকাড়া! কম খরচে কেমন ফ্যাশনেবল পোশাক পরবেন? রইল শীত-সাজের হদিশ...

শীতে আপনার সন্তানের ইমিউনিটি হবে শক্তিশালী, বাড়িতে তৈরি এই ফলের পাউডার খাওয়ালে থাকবে সুস্থ ...

শখ থাকলেও কিছুতেই বাড়ে না নখ? বাড়িতে এইভাবে যত্ন নিলেই হবে মুশকিল আসান...

রাতের পর রাত চোখে ঘুম নেই? এই ঘরোয়া পানীয়ই দেবে অনিদ্রা থেকে রেহাই, দূর হবে ক্লান্তিও...

ওষুধ ছাড়াই কমবে শরীরে কৃমির উপদ্রব, বাড়িতে এইসব জিনিস থাকলেই পালাবে কৃমির বংশ...

ফাইবারের খনি এই সবজির দানা, রয়েছে অঢেল ক্যালশিয়ামও, কোষ্ঠকাঠিন্য দূর করে, লোহার মতো শক্ত হয় হাড়...

ক্লান্তি ও শরীরের যন্ত্রনা থেকে রেহাই নেই? ব্রেকফাস্টে রাখুন এই ঘরোয়া প্রোটিন শেক, সুস্থ ও চনমনে থাকবেন দিনভর ...

কোন রাসায়নিক ছাড়াই চুল হবে কয়লার মতো কালো, এই ফলের ছিবড়ের ম্যাজিকাল টোটকা জানলে ফেলে দেবেন না...

স্ট্রেচ মার্ক লুকোবেন না, বাজার চলতি আকাশছোঁয়া দামের ক্রিমের বদলে সামান্য এইসব উপকরণেই মিলিয়ে যাবে জেদি দাগ ...



সোশ্যাল মিডিয়া



12 24