আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় শুরু হল সপ্তম আন্তর্জাতিক কবিতা উৎসব। ভারতীয় ভাষা পরিষদের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার। এবারের আন্তর্জাতিক কবিতা উৎসবে ১২টি দেশের কবিরা অংশগ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছেন আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, লিথুয়ানিয়া, স্লোভাকিয়া, বেলজিয়াম, নেদারল্যান্ড, কাজাখস্তান, মেক্সিকো, ব্রিটেন, ডমিনিকান রিপাবলিক, ফিলিপিনস এবং ভারতের কবিরা। এটি একটি আন্তর্জাতিক কবিতার মিলনমেলা যেখানে কবিরা তাঁদের সৃষ্টিকর্মের মাধ্যমে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির সংযোগ স্থাপন করছেন।

৩০ নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক স্তরের কবিরা তাঁদের নিজস্ব কবিতা পাঠ করেন।  প্রথম দিনের কবিতাপাঠে অংশ নেন আন্নেমারি নি কুরেইন, অরুণ দেব, ব্রায়ান টার্নার, বাবুষা কোহলি, কারমিয়েন মিশেলস, দেনিস এস্পানিওল, ইউজেনিয়াস আলিশাঙ্কা, জেসিকা জ্যাকবস, কিশোর কদম, মার্টিন সলোত্রুক, মনমোহন, মিকেয়াস সানচেজ, প্রিয়ঙ্কর পালিওয়াল, সাস্যা জানসেন, শুভ্র বন্দ্যোপাধ্যায়, সুকৃতা পাল কুমার, যশোধরা রায়চৌধুরী এবং ইউরি সেরেব্রিয়ানস্কি। পাশাপাশি, সায়নী পালিত এবং আতিফ আলি খান একটি গজল এবং ঠুমরী পরিবেশন করেন। দ্বিতীয় দিনের অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয় অ্যালায়েন্স ফ্রাঁসেস দ্যু বেঙ্গল এবং স্যামিল্টন হোটেলের ক্লাউড ট্যাভার্নে।

১ ডিসেম্বর অ্যালায়েন্স ফ্রাঁসেসে চেয়ার পোয়েট্রি বুকস থেকে দু'টি নতুন কবিতার অনুবাদগ্রন্থ প্রকাশিত হয়— যশোধরা রায়চৌধুরীর 'অ্যাঙ্গার' এবং কাজাখস্তানের কবি ইউরি সেরেব্রিয়ানস্কির 'বুদ্ধ'।