আজকাল ওয়েবডেস্ক: চলছে ইজরায়েল–হামাস লড়াই। গাজায় একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েল। এই হামলার শিকার অন্তত ৬১ জন সাংবাদিক। নিখোঁজ আরও তিন। গত ৭ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে মারা গেছেন ৬১ জন সাংবাদিক। তার মধ্যে ৫৪ জন প্যালেস্তাইনি, চার জন ইজরায়েলি ও তিন জন লেবানিজ। এছাড়া ১১ জন সাংবাদিক আহত হয়েছে। ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, গত দেড় মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর ২৫ নভেম্বর সাময়িক যুদ্ধবিরতি চুক্তি করে ইজরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। সেই বিরতি শেষ হয় শুক্রবার। সাত দিন যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকায় ফের হামলা চালাতে শুরু করে ইজরায়েল। যার জেরে মৃত অন্তত ১৮০ জন প্যালেস্তাইনি।
