রবিবার ১৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | টাকা দিয়েও মেলেনি আবাস যোজনার ঘর, ফেরত চাইতে গিয়ে খুন হলেন প্রৌঢ়

Pallabi Ghosh | ০১ ডিসেম্বর ২০২৪ ১৩ : ১৮Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: আবাস যোজনার ঘর পাওয়ার জন্য একটি বেসরকারি স্কুলের শিক্ষককে টাকা দেওয়ার পরও সেই তালিকাতে নাম না ওঠায় টাকা ফেরত চাইতে গিয়ে খুন হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম কালু শেখ (৫০)। 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'ইতিমধ্যেই আমরা একটি খুনের মামলার রুজু করেছি। অভিযুক্ত আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়েছে।' স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় দিনমজুর কালু শেখ আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য কয়েক বছর আগে স্থানীয় একটি বেসরকারি স্কুলের শিক্ষক মিঠুন শেখকে ২০০০ টাকা দিয়েছিলেন। সম্প্রতি জেলা প্রশাসনের তরফ থেকে নতুন করে আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কালু শেখের নাম নেই। 

গত কয়েকদিন ধরে রঘুনাথগঞ্জ -২ ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কালু, মিঠুন শেখকে ঘর পাওয়ার জন্য যে টাকা দিয়েছিলেন তা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। অভিযোগ, বারবার বলা সত্বেও মিঠুন সেই টাকা ফেরত দেননি। মৃতের পরিবারের এক সদস্য মুজিবর রহমান বলেন, 'মিঠুন স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত রয়েছেন। যখন যে দল ক্ষমতায় থাকে মিঠুন সেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যান।' 
 
তিনি জানান, 'গ্রামের আরও অনেকের মতো কালুও আবাস যোজনায় ঘরের টাকা পাওয়ার জন্য মিঠুনকে  দু'হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন। কিন্তু নতুন তালিকায় নাম না ওঠায় কালু সেই টাকা মিঠুনের কাছ থেকে ফেরত চেয়েছিলেন।' মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই টাকা ফেরত দেওয়ার নাম করে কালুকে মুকুন্দপুর মোড়ের কাছে ডেকে নিয়ে যান মিঠুন। এরপর সেখানেই তাঁকে ব্যাপক মারধর করা হয় ।
 
মাথায় এবং নাকে গুরুতর চোট নিয়ে শনিবার রাতে কালুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।  সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গভীর রাতে কালুকে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। রবিবার সকালে সেখানেই মৃত্যু হয় কালু শেখের। 

রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, 'প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার জন্য যখন ২০১৮ সালে সার্ভে হয় তখন কয়েকজন দালাল সেই তালিকায় নাম তুলে দেওয়ার জন্য কিছু লোকের কাছ থেকে টাকা তুলেছিলেন। কালুর কাছ থেকেও টাকা তোলা হয়েছিল বলে আমি জানতে পেরেছি। কিন্তু রাজ্য সরকার এখন স্বচ্ছ ভাবে সার্ভে করার পর যে তালিকা প্রকাশ করেছে তাতে কালুর নাম নেই। সেই কারণেই কালু ওই ব্যক্তির কাছ থেকে টাকা ফেরত চেয়েছিলেন।' 

তিনি বলেন, 'অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের সঙ্গে যুক্ত নন। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যারা এই তোলাবাজি এবং ঘর দেওয়ার নাম করে টাকা তোলার কাজে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য।'


#murshidabad#crimenews



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বাইকে সজোরে ধাক্কা বেপরোয়া ট্রাকের, পিষে মৃত্যু হল বাবা-ছেলের ...

জলের পাইপ নিয়ে বিবাদ, বেলডাঙায় খুন পুরসভার অস্থায়ী কর্মী, আহত আরও ১...

ভরা বাজারে হঠাৎ ভেঙে পড়ল নির্মীয়মাণ বিল্ডিং, রানাঘাটে ভয়াবহ দুর্ঘটনায় আহত ৬ ...

ঠগের ফাঁদ পাতা ভুবনে! ফের ডিজিটাল অ্যারেস্টের হুমকি, শোরগোল বর্ধমানে ...

৫০০কোটি টাকারও বেশি উপহারের ডালি নিয়ে মুর্শিদাবাদে প্রশাসনিক সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ...

মক ফায়ার ড্রিলের আয়োজন করল আইওসিএল, সচেতনতা তৈরি করতে উদ্যোগ...

মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, চলছে জোর তৎপরতা...

গাড়ির মধ্যে লুকিয়ে ছিনতাই না অপহরণের ছক? যুবককে আটক করে তদন্ত শুরু পুলিশের ...

বাড়ির মধ্যেই গর্তে পড়ল শিশু, অনেক পরে নজরে পড়ল পরিবারের, খুদের মর্মান্তিক পরিণতি জানলে আঁতকে উঠবেন...

ভারতীয় ভুখণ্ডে ঢুকে বাংলাদেশি লুটেরাদের ফসল লুঠের চেষ্টা, বিএসএফকে লক্ষ্য করে বোমা, তারপর?...

অতর্কিতে ঢুকে স্বাস্থ্যকর্মীর গলায় কোপ, হইহই কাণ্ড হাসপাতালজুড়ে...

ভাসুরের নাবালক ছেলেকে নিয়ে দিনের পর দিন উদ্দাম যৌনক্রিয়া, গ্রেপ্তার কাকিমা...

গঙ্গাসাগরে লক্ষ্মীলাভ পূর্ব রেলেরও, মেলার পাঁচ দিনে কত আয় হল? জানলে চমকাবেন...

কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে ৭২ ঘণ্টা পর পুলিশের জালে এক, পরিত্যক্ত বাড়ি থেকে গ্রেপ্তার জাকির...

কাঁটাতারের বেড়ায় ঠনঠন করে কাচের বোতলের আওয়াজ, সীমান্তে বড় পদক্ষেপ বিএসএফের ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 24