আজকাল ওয়েবডেস্ক: এলেন, গোল করালেন, জয় করলেন। মোহনবাগান বনাম চেন্নাইয়ান ম্যাচে গ্রেগ স্টুয়ার্টের ভূমিকা এইটুকুই। ৮০ মিনিটে চেন্নাই ডিফেন্সে দিমি, জেমি যে ফাঁক বের করতে পারলেন না, স্টুয়ার্টের সেটা করতে লাগল দুটো টাচ। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তাঁর প্রশংসাও শোনা গেল কোচ মলিনার গলায়। তবে পেত্রাতোস, ম্যাকলারেনেরও প্রশংসা করলেন তিনি। 

 

 

 

 

সাফ জানালেন, 'ওরা গোল পায়নি ঠিকই, কিন্তু ওদের খেলায় আমি খুশি। গোল পেলে অবশ্যই ভাল লাগত। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। আমি চেয়েছিলাম ওরা গোল করুক, কিন্তু ম্যাচটা কঠিন ছিল।' এদিন একাধিক সুযোগ তৈরি হলেও গোল পায়নি সবুজ মেরুন। বাগান কোচের বক্তব্য, 'ম্যাচটা কঠিন ছিল। তবে হাল ছাড়িনি। জেতার বিষয়ে আশাবাদী ছিলাম। আমরা যে ম্যাচের যেকোনও সময় গোল করার ক্ষমতা রাখি সেটা আরও একবার প্রমাণিত হল। 

 

 

 

দলের ডিফেন্সেও আমি খুশি। শুধু ক্লিন শিট রাখা নয়, প্রতিপক্ষকে বেশি সুযোগ তৈরি করতে দিইনি আমরা। ওড়িশা ম্যাচে কিছু সুযোগ তৈরি করেছিল ওরা। এদিন সেটাও হতে দিইনি।'শেষ মুহূর্তের গোলে জয় ছিনিয়ে ফের একবার লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে সবুজ মেরুন। কিন্তু তার সঙ্গে চিন্তার বিষয়ও রয়েছে।

 

 

কার্ড সমস্যায় পরের ম্যাচে আলবার্তো এবং শুভাশিসকে পাচ্ছে না মোহনবাগান। আক্রমণাত্মক নর্থ ইস্টের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে আগামী ৮ ডিসেম্বর খেলা মোহনবাগানের। সবুজ মেরুন কোচ জানালেন, 'কাজটা কঠিন। দলে বেশি ডিফেন্ডার নেই। তবে, এক সপ্তাহ সময় রয়েছে। তার আগে ডিফেন্স নিয়ে প্রস্তুতি সারতে হবে।'

 

ছবি: অভিষেক চক্রবর্তী