মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | দুরন্ত গোল কামিন্সের, স্টুয়ার্ট ঝড়ে চেন্নাইকে উড়িয়ে ফের একনম্বরে মোহনবাগান

Sampurna Chakraborty | ৩০ নভেম্বর ২০২৪ ২১ : ৫৮Sampurna Chakraborty


মোহনবাগান - ১ (কামিন্স)

চেন্নাইন এফসি - ০

সম্পূর্ণা চক্রবর্তী: ম্যাচের বয়স ৮৫ মিনিট। দিমিত্রি পেত্রাতোসের পরিবর্তে নামলেন গ্রেগ স্টুয়ার্ট। যত কাণ্ড এক মিনিটে। তাঁর প্রথম টাচই পোস্টে লাগে। এক মিনিটের মধ্যে স্কটিশ ফরোয়ার্ডের পাস থেকে জয়সূচক গোল কামিন্সের। এলেন, দেখলেন, জয় করলেন। স্টুয়ার্ট আরও একবার বুঝিয়ে‌ দিলেন, মোহনবাগানের এই দলে তিনিই ম্যাজিশিয়ান। চোটের জন্য ওড়িশা এবং জামশেদপুর ম্যাচ খেলেননি। প্রত্যাবর্তনেই বাজিমাত। অসাধারণ টাচ। তিনি নামার আগে পর্যন্ত মোহনবাগানের খেলায় সেই মশলা, ঝাঁঝ ছিল না। স্টুয়ার্ট নামতেই উঠল ঝড়। সংযুক্তি সময় মিলিয়ে শেষ ১০ মিনিটের ঝড়ে উড়ে গেল চেন্নাই। শনিবার রাতে যুবভারতীতে চেন্নাইন‌‌ এফসিকে ১-০ গোল হারিয়ে আবার টেবিল শীর্ষে মোহনবাগান। ৯ মিনিটে ২০ পয়েন্ট হোসে মোলিনার দলের। বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে একনম্বরে সবুজ মেরুন। স্টুয়ার্টের দুটো শট পোস্টে লাগে। মনবীরের হেড ক্রসপিসে লাগে। নয়তো গোল সংখ্যা আরও বাড়তে পারত। স্টুয়ার্টের দিনে কামিন্সের কৃতিত্ব কোনওভাবেই খাটো করা যাবে না। ম্যাচের ৮৬ মিনিটে স্টুয়ার্টের থেকে বল পেয়ে বাঁ পায়ের দূরপাল্লার কোনাকুনি শটে দুর্দান্ত গোল জেসন কামিন্সের। তারপর পায়ে প্রিয় পোষ্যের ট্যাটু দেখিয়ে সেলিব্রেশন। 

আগের ম্যাচের দলে কোনও পরিবর্তন করেননি মোলিনা। অপরিবর্তিত দলই রাখেন। কিন্তু এদিন খেলার শুরুতে কিছুটা ব্যাকফুটে চলে যায় সবুজ মেরুন ব্রিগেড। দশজনেই নেমে যায়। শুরুতেই একটা ঝাপটা দেওয়ার চেষ্টা করে চেন্নাই। বল নিজেদের পায়ে রেখে আক্রমণ তৈরি করার চেষ্টা করে। কিন্তু সেই অর্থে কোনও পজিটিভ সুযোগ তৈরি করতে পারেনি। প্রথম ১৫-২০ মিনিট বাদ দিলে প্রথমার্ধের বাকি সময়টা মোহনবাগানের। কিন্তু ফিনিশিংয়ের অভাব। এখনও পুরনো দিমিত্রিতে পাওয়া যায়নি। পজিশন নেওয়া, বল ধারা, ছাড়ায় সেই ক্ষিপ্রতা নেই অজি তারকার। প্রথমার্ধের সব আক্রমণই লিস্টন‌ কেন্দ্রিক। আগের দিন দুর্দান্ত গোলের পর আত্মবিশ্বাসী দেখায় গোয়ার মিডিওকে। প্রথমার্ধে বাগানের যে তিনটে সুযোগ তৈরি হয়, তারমধ্যে দুটোই লিস্টনের পা থেকে। গোলের প্রথম সুযোগ ২৭ মিনিটে। পেত্রাতোসের উদ্দেশে বল বাড়ান মনবীর। কিন্তু বল ছুঁতে পারেননি। উল্টে পড়ে গিয়ে পেনাল্টির দাবি করেন অস্ট্রেলিয়ান। তবে রেফারি কর্ণপাত করেনি। ম্যাচের ৩৮ মিনিটে বাগানের নিশ্চিত গোল বাঁচান চেন্নাই গোলকিপার মহম্মদ নওয়াজ। লিস্টনের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচান। দুর্দান্ত সেভ। ফিরতি শট পোস্টের ওপর দিয়ে ভাসিয়ে দেন লিস্টন।‌ তার দু'মিনিটের মধ্যে আবার সুযোগ মিস। বক্সের মধ্যে লিস্টনের পাস রিসিভ করতে পারেনি দিমিত্রি। নয়তো নিশ্চিত গোল ছিল। 

দ্বিতীয়ার্ধের শুরুতে একটু ছন্নছাড়া দেখায় বাগানকে। মাঝমাঠে তেমন বাঁধুনি ছিল না। ফাইনাল পাসেরও অভাব ছিল। ওড়িশা, জামশেদপুর ম্যাচ উতরে গেলেও এদিন গ্রেগ স্টুয়ার্টের অভাব বোধ হচ্ছিল। মাঝমাঠ ধরার কেউ ছিল না। যার ফলে পুরো অকেজো জেমি ম্যাকলারেন। দূরবীন দিয়ে খুঁজে বের করতে হল। দিমিও তথৈবচ। বাগানের আক্রমণভাগের জোড়া ফলা এদিন ডাহা ব্যর্থ। চেন্নাইয়ের ধ্বংসাত্মক ফুটবলের ফাঁদে পা দেয় মোলিনার দল। তবে তাসত্ত্বেও বল পজেশন থেকে শুরু করে গোল লক্ষ্য করে শট, বাগানেরই বেশি ছিল। গোটা ম্যাচে চেন্নাইয়ের একটাই গোলে শট। ৭৮ মিনিটে ইরফানের শট ঝাঁপিয়ে পড়ে বাঁচায় বিশাল কাইত। বাকি সময়টা বিশেষ কোনও ভূমিকা ছিল না বাগান কিপারের। মোলিনার দুটো পরিবর্তন ঘুরিয়ে দেয় ম্যাচের মোড়। ৭৪ মিনিটে ম্যাকলারেনের বদলে নামান জেসন কামিন্সকে। দিমিত্রির বদলে নামেন স্টুয়ার্ট। বাকিটা ইতিহাস। 


Mohun BaganGreg StuartJason CummingsIndian Super League

নানান খবর

নানান খবর

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার

চেন্নাইয়ের খারাপ সময়ে উজ্জ্বল শিবম দুবে, ৭০ হাজার করে দেওয়ার প্রতিশ্রুতি, জানুন পুরো ঘটনা

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?‌ 

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’‌কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

সোশ্যাল মিডিয়া