সংবাদসংস্থা মুম্বই: 'এলওসি কারগিল', 'লক্ষ্য', ঐশ্বর্য রাইয়ের বিপরীতে 'জোশ' ছবিতেও অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা শরদ কাপুর। এবার তাঁর বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ। 


এক মহিলার সঙ্গে অসভ্য আচরণ এবং অশ্লীল ভাবে গায়ে হাত দেওয়ার অভিযোগে শরদ কাপুরের নামে অভিযোগ দায়ের হয়েছে। মুম্বইয়ের খার থানায় এই অভিযোগ দায়ের করেছেন এক ৩২ বছর বয়সী মহিলা। তবে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে জানানো হয়েছে অভিনেতা সেই মহিলাকে তাঁর বাড়িতে ডেকেছিলেন। সেখানেই তিনি তাঁর সঙ্গে অসভ্য আচরণ করেন। জোর করে নাকি তাঁকে স্পর্শও করেন শরদ। 


খার থানার তরফে আরও জানানো হয়েছে যে এই ৩২ বছরের মহিলার সঙ্গে শরদ কাপুরের ফেসবুকের মাধ্যমে আলাপ। তারপর তাঁরা একে অন্যের সঙ্গে ভিডিয়ো কলেও কথা বলেছেন। এরপর অভিনেতা তাঁকে তবে বাড়িতে ডাকেন শুটিংয়ের বিষয়ে কথা বলার জন্য। কিন্তু জরুরি কথার বাইরে গিয়ে তাঁর মত ছাড়াই তাঁকে স্পর্শ করেন অভিনেতা, এমনটাই অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। 


যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি অভিনেতা। শরদ কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৭৪ ধারা, ৭৫ ধারা এবং ৭৯ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনাটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ধিক্কার জানিয়েছেন নেটিজেনরা।