আজকাল ওয়েবডেস্ক: সময়টা ভাল যাচ্ছে ইস্টবেঙ্গলের। শুক্রবার আইএসএলের প্রথম জয় পেয়েছে লাল হলুদ। পরের দিনই এল স্বস্তির খবর। আনোয়ার আলির বিষয়ে আর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। এমনই জানিয়ে দিল ফিফা। ফুটবলারদের ট্রান্সফার এবং স্ট্যাটাস সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। দলবদলের নিয়ম নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে তাঁরা। বর্তমানে সারা বিশ্বে চলা ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় বিষয়ে স্থগিতাদেশ দিল ফিফা। যার ফলে আনোয়ারকে নিয়ে আপাতত আর কোনও সিদ্ধান্ত নিতে পারবে না ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। ফিফার এই সিদ্ধান্তে অনেকটাই হাফ ছেড়ে বাঁচলেন ইস্টবেঙ্গল কর্তারা। কিছুটা টেনশনমুক্ত আনোয়ারও।
মরশুমের শুরু থেকেই আনোয়ার আলিকে নিয়ে ভারতীয় ফুটবলে শোরগোল পড়ে যায়। চলতি মরশুমে ইস্টবেঙ্গলে সই করেন তারকা ডিফেন্ডার। মোহনবাগান কর্তারা দাবি করেন, তাঁদের সঙ্গে চুক্তি রয়েছে আনোয়ারের। সুতরাং, তিনি সবুজ মেরুনের ফুটবলার। কিন্তু আনোয়ার জানিয়ে দেন, তিনি আর মোহনবাগানে খেলতে চান না। বিষয়টি ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে যায়। একাধিক আলোচনার পর আনোয়ারকে নির্বাসিত করা হয়। সঙ্গে বড় অঙ্কের জরিমানাও করা হয়। অবশ্য তাতে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট। তাঁকে নিয়ে সিদ্ধান্ত এখনও ঝুলে আছে। অবশ্য তারমধ্যেই একের পর এক ম্যাচ খেলে চলেছেন আনোয়ার। প্রথমদিকে এই কঠিন সময়ের মধ্যে নতুন দলের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সমস্যায় পড়েন তারকা ডিফেন্ডার। তাঁর ভুলে কয়েকটা গোলও হজম করে ইস্টবেঙ্গল। তবে বর্তমানে আবার চেনা ছন্দে ফিরে গিয়েছেন আনোয়ার। লাল হলুদ রক্ষণের অন্যতম প্রধান স্তম্ভ এই বিতর্কিত ডিফেন্ডার।
